আমাদের কথা খুঁজে নিন

   

সম্পর্কের খেতে করেছি বদলি চিন্তার চাষ

আমি শুধুই কবিতা, গান আর সামাজিক বা নারী নির্যাতন বিষয়ে এখানে লেখা আশা করি। আলোচনা করব। কোন ধর্মীয় বা রাজনোইতিক আলোচনার সুযোগ আমি রাখছিনা এখানে ।

সম্পর্কের খেতে করেছি বদলি চিন্তার চাষ মৌ মধুবন্তী কি হয়েছে সন্ধ্যার? কেন এমন হলো? কার চিন্তায় ছিল কাঁঠালের আমস্বত্ব? যৌবনের হারমোনিয়ামে এমন বেসুরো আলাপ কেন করে? অরক্ষিত বনমালী বেদান্ত বর্নণায় মাঠপ্রান্তর এখন ঘোড়াশাল কেন? সুপ্রিয় তদবিরে স্থাবর সম্পত্তি এখন বেকার যুবকের দখলে। যুবক এখন মাতাল মুড়কিভাজা।

খাদ্যাভ্যাস এমন অনুল্লেখ্য যে হিরোশিমা নাগাসাকি এমনকি বদ্ধ উন্মাদ কয়লার খনি গিলে খেতে পারে শুধু খেতে পারেনা আধ মুঠো উপদেশ। সুয়ারেজ লাইনে এখন সর্বোচ্চ গতি। গরুর গাড়ির উপরে উঠেছে এখন বয়সের আলখেল্লা-মার জোরে ধাক্কা। বেলুনটা ফুটে গেছে। সন্ধ্যার গায়ে লেগেছে আগুন হাংগামা।

কার চিন্তায় আজ সম্পর্কের খেতে করেছি বদলি চিন্তার চাষ? আশ্বিনের শেষ। হাত রক্তাক্ত। মেলে রাখো অনিবার। ভরে যাবে মৌলিক ফসলে। এখন শুধু অনবদ্য চাসবাস।

সন্ধ্যাটা আসলেই কার? টরন্টো ২১ আগস্ট,২০১০


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.