আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারভিউ : রোজার মধ্যে এর আগে কোন নাট্য উৎসব হয়নি- জাহিদ রিপন

গভীর কিছু শেখার আছে ....

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিক্ষণ থিয়েটার হলে আজ শেষ হচ্ছে "সেলিম আল দীন জন্মোৎসব"। চার দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করে বাংলাধেম শিল্পকলা একাডেমী ও স্বপ্নদল। স্বপ্নদলের প্রধান সম্পাদক ও উৎসবের আহবায়ক জাহিদ রিপনের সঙ্গে কথা হলো উৎসব ও তাদের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে- সেলিম আল দীন জন্মোৎসবের কেমন সাড়া পেলেন? সেলিম আল দীন জন্মোৎসবে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। রোজার মধ্যে এর আগে কোন নাট্য উৎসব হয়নি। এবার আমরাই প্রথম এ ধরনের একটি উৎসবের আয়োজন করেছি।

উৎসবের প্রথম দিন বুধবার বিকেল সাড়ে ৪টায় উৎসব শুরু হওয়ার আগেই জনসমাগমে অনুষ্ঠানস্থল ভর্তি হয়ে যায়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় স্বপ্নদল' তাদের নতুন প্রযোজনা 'ফেস্টুনে লেখা স্মৃতি' নাটকটি মঞ্চস্থ করার সময়ও হলের মানুষ দাঁড়ানোরও জায়গা দেয়া দায় হয়ে দাঁড়ায়। দ্বিতীয় দিনে সেলিম আল দীনের লেখা ও মোহাম্মদ জসিম উদ্দিনের নির্দেশনায় নাটক 'পুত্র'-এর ৰেত্রেও একই অবস্থা হয়। আজ শনিবার উৎসবের শেষ দিনে ঢাকা থিয়োটারের 'নিমজ্জন' নাটকটি মঞ্চস্থ হবে। আশা করছি একই রকম সাড়া আমরা নাট্যপ্রেমীদের কাছ থেকে পাব।

স্বপ্নদলের পরবর্তী কি প্রযোজনা আসছে? আগামী মাস থেকেই আমরা আমেরিকান ঔপন্যাসিক হাওয়ার্ড ফাপের উপন্যাস অবলম্বনে স্পাটাগাস নিয়ে কাজ শুরু করব। রোমান দাস প্রথা নিয়ে নাটকটির কাহিনী গড়ে উঠেছে। আগামী বছরের মে দিবসে নাটকটি মঞ্চস্থ করার ইচ্ছা রয়েছে। এর মধ্যে আর কোন উৎসব করার কি প্লান রয়েছে? এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলৰে একটি নাট্য উৎসব করার ইচ্ছা রয়েছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্বপ্নদলে অন্তর্ভুক্ত হতে নতুনদের ক্ষেত্রে কি সুযোগ দিচ্ছেন? স্বপ্নদল সবে ১০ বছরে পা দিল। সেই অর্থে খুব পুরনো ও বড় নাট্যদল আমরা নই। বর্তমানে আমাদের নিয়মিত সদস্যের সংখ্যা ৩০ জন। তা সত্ত্বেও প্রতিবছরই আমরা স্বপ্নদলে নতুনদের অন্তর্ভুক্ক্তির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে থাকি। এছাড়া প্রতিমাসেই ২-৪ জন নতুন নাট্যকর্মী স্বপ্নদলে আসছে।

[দৈনিক জনকন্ঠে প্রকাশিত]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।