আমাদের কথা খুঁজে নিন

   

রাসুলের ইফতার

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

প্রথমেই ধন্যবাদ দিয়ে নেই উমর ভাই কে তার মূল্যবান ব্লগের জন্য। [ Click This Link ] আমার জানা মতে রাসুলে (সঃ) -এর সময়ের সস্তা খাদ্য ছিল ছাতু, খেজুর ইত্যাদি। রাসুল (সঃ)-এর জীবনযাত্রার কথা মাথায় রাখলে বোঝা যায় যে তিনি বেশি মূল্যের খাদ্য নয়, কম মূল্যের কিন্তু পুষ্টিকর খাদ্য দিয়েই ইফতার সেরেছেন। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, খেজুর খাওয়াটা আক্ষরিক অর্থে সুন্নাত হতে পারে, কিন্তু তাই বলে সস্তা খাবার বাদ দিয়ে দামী খাদ্যের ইফতারী খাওয়াটা সুন্নাত নয় কোনভাবেই। আমাদের দেশে খেজুর কিন্তু একটি দামী খাবার। তাই খেজুর খেয়ে ইফতার করাটা [ আক্ষরিক অর্থে সুন্নাত পালন করার জন্যে হলেও ] সুন্নাত কত খানি হবে তাও ভেবে দেখতে হবে আমাদের আর ছাতু দিয়ে ইফতার করটা সুন্নাত হলেও আমাদের কাছে তো বটেই, আমাদের মৌলভীদের কাছেও তা ক্ষ্যাত ধরনের একটা কাজ বলে গণ্য হবে। কোন মোল্লাকে ছাতু খাইয়ে যদি বলা হয় যে এইটাই রাসুল (সঃ)-এর সুন্নাত, তা হলে সে আর কোন দিন আপনার বাড়িতে কোন কাজের আমন্ত্রন পেলেও আসবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.