আমাদের কথা খুঁজে নিন

   

রাসুলের সঙ্গে তুলনা তো দূরের কথা,...



আমাকে নাকি জামায়াতের নেতারা মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করেছেন। আমি বলতে চাই, মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করার প্রশ্নই আসে না। রাসুলের সঙ্গে তুলনা তো দূরের কথা, সাহাবিদের মধ্য থেকে যিনি সবচেয়ে কম সময়ের জন্য মহানবী (সা.)-এর সাহচর্য পেয়েছেন, তাঁর পায়ের ধুলার কোটি ভাগের এক ভাগের সঙ্গেও আমার তুলনা হয় না। ’ ইহাই সত্য। কেউ রাসুলের স: সমান নয়, হতে পারে না।

তবে ঈমানগ্রহণের ফলে নবী রাসুলদের ওপর যে ধরণের নিযৃাতন নেমে এসছে যুগে যুগে, সাহাবীদের ওপরে, তাবে তাবেঈন বা রাসুলের অনুসারীদের ওপরও একই নির্যাতন নেমে এসেছে। আল্লাহপাকের কোরান শুধু নবীদের জন্য নয় কোরানের নির্দেশগুলো মহানবী স: এর মাধ্যমে সমস্ত মানুষের কাছে পৌঁছানো হয়েছে। কোরান সব মানুষের জন্য। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম....আম হাছিবতুম আন তাদখুলাল জান্নাহ...অর্থাৎ তিনি (আল্লাহ) কাউকেই জান্নাতে প্রবেশ করাবেন না পরীক্ষা ছাড়া। ... এই পরীক্ষা মানবজাতির জন্য।

...আর যদি তোমাদের ্ওপর কোনও বিপদ মুসিবত আরোপিত হয় , মনে রেখ পূর্ববর্তীদের ওপরও অনুরূপ বিপদ বালা এসেছিল....এসব তুলনা দিয়ে মহান আল্লাহ বোঝাতে চেয়েছেন যে তার পথে যে চলবে তাকে অনেক ধরণের নির্যাতন দু:খ কষ্ট ভোগ করতে হবে। আজ যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে অন্যায় জেল-জুলুমের স্বীকার হচ্ছেন তারাতো মনে করতেই পারেন এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা!....যা মেষ নবী এবং পূর্ববর্তী নবীদের ওপরও এসছিল!... তুলনাটি নবীর সঙ্গে নিজামীর নয়। বরং তখনকার জাহেরী যুগের নির্মম অত্যাচারের সাথে বর্তমানের অত্যাচারের তুলনা। মিলিয়ে দেখুন জাহেলী যুগের অনেক নিদর্শনই এই আমলে প্রস্ফুঠিত। অতএব অযথা নিজেকে আল্লাহভীরু সাজাবার ইবলিসি প্রচেষ্টা না করে প্রকৃতভাবেই ইসলামের অনুসারী হোন।

জামাত বিএনপি বা আওয়ামী লীগ করার দরকার নেই। তাতেই মুক্তি আসবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.