আমাদের কথা খুঁজে নিন

   

আমি সচরাচর যেই সফটওয়্যার গুলো ব্যবহার করি/করতাম ও তাদের অল্টারনেটিভ সমূহ

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

আমি আমার পিসির যেই সকল সফট গুলো ব্যবহার করি বা আগে করতাম তার কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করবো এবং সেই সাথে এদের অল্টারনেটিভ দের সম্পর্কে বলবো এবং তাদের ডাউনলোড লিংক দিবো। এই খানে আমি নিজের অভিজ্ঞতার আলোকে লিখবার চেষ্টা করবো। আমি উইন্ডোজ এক্স পি সার্ভিস প্যাক থ্রি ব্যবহার করি। এক্স পি ব্যবহার করলে আমার মতে সার্ভিস প্যাক থ্রি ব্যবহার করাই ভালো।

আর এটাকে জেনুইন করতে এই পোস্ট টি পড়ুন। আর আমি ক্যাসপারস্কি কিনে ব্যবহার করি তাই এন্টি ভাইরাস নিয়ে কিছু লিখবো না। প্রথমে আলোচনা করবো ডাউনলোড ম্যানেজার নিয়ে: আমার ব্যবহৃতঃ Internet Download Manager(IDM) এটার ডাউনলোড লিংক ও এর প্যাচ ও কিজেন (যা কিনা যেকোন ভার্সনে ই কাজ করবে)। আজকাল এটা অনেকক্ষেত্রে রিজিউম সাপোর্ট করে না। এই সমস্যা থেকে মুক্তির জন্য এই পোস্ট টি পড়ুন।

প্যাচ ও কিজেন কে অনেক এন্টি ভাইরাস ভাইরাস হিসেবে ডিটেক্ট করে। সুতরাং ঐ গুলো ব্যবহার করার সময় এন্টি ভাইরাস pause করে নিলে অথবা quarantine গ্রুপে নিলে ভালো হয়। অল্টারনেটিভ: অল্টারনেটিভ হিসেবে আপনি ড্যাপ ও তার প্যাচ অথবা ওরবিট ব্যবহার করতে পারেন। ড্যাপ এর প্রিমিয়াম টা ফ্রি না। আমি আপনাদের কে এর প্রিমিয়াম ভার্সনটি দিচ্ছি।

আরেকটা ডাউনলোড ম্যানেজার আছে যার নাম জে ডাউনলোডার। এটা দিয়ে বিভিন্ন শেয়ার সাইট (রেপিডশেয়ার,হটফাইল,মেগাআপলোড ইত্যাদি)থেকে অনেক সহজে,ওয়েটিং টাইম ছাড়া ফাইল ডাউনলোড করা যায়। এটার ডাউনলোড লিংক। ট্রিকস এর ডাউনলোড লিংক । এটা ব্যবহারের পূর্ব শর্ত হচ্ছে আপনপর পিসি জাভা সমর্থিত হতে হবে।

জাভা এর ডাউনলোড লিংক। রেপিডশেয়ার থেকে ডাউনলোডের জন্য আরো একটি জিনিস আমি মাঝে মাঝে ব্যবহার করে থাকি আর সেটা হচ্ছে mipony। এর দ্বারা ও আপনি ফ্রিতে ওয়েটিং টাইম ছাড়াই অনেক ফাইল ডাউনলোড করতে পারবেন। এটার ডাউনলোড লিংক। আর একটি কাজ করতে পারেন এই খানে ক্লিক করে দেখতে পারেন রেপিডশেয়ার এর লিংক জেনারেটর এর লিস্ট।

এটি ব্লগার অরণ্যচারী তৈরী করেছেন। আমার ডাউনলোডের আরো একটি জায়গা হচ্ছে টরেন্ট। আমি টরেন্ট থেকে প্রচুর মুভি নামাই। আমি সাধারণত বিট টরেন্ট থেকে নামাই। অন্যান্য টরেন্ট এর মধ্যে আছে মিউ টরেন্ট ,ভুজ, বিট কমেট ইত্যাদি।

তবে সবাই একটা কথা বলে থাকেন যে টরেন্ট এ স্পিড কম। আপনার এই সমস্যা দূর করতে এই পোস্ট টি পড়ুন। ইউটিউব থেকে অনেক সময় আমরা ভিডিও নামিয়ে থাকি। এই কাজটা আপনি করতে পারেন ইউটিউব ডাউনলোডার দিয়ে। তবে আপনি মজিলার এই এডড ওয়া ন দিয়ে কিংবা আইডি এম এর এই এডড ওয়ান দিয়ে ও নামাতে পারেন।

আমি এক সময় লাইম ওয়্যার ব্যবহার করতাম। এটার ফ্রি ভার্সনটি ডাউনলোড করুন । তবে এটার একটা বিকল্প আছে ওটার নাম হচ্ছে স্কাই ডাউনলোডার। এইটার ও ফ্রি ভারসন আছে তবে আমি আপনাদের প্রো ভার্সন এর ডাউনলোড লিংক দিলাম। দ্বিতীয় আলোচনায় বলবো ব্রাউজার নিয়ে: অনেকের মত আমার ও প্রিয় ব্রাউজার হচ্ছে মজিলা ফায়ার ফক্স।

এটার এখন বেটা ভার্সন ও বের হয়েছে। মজিলাকে আরো কার্যকরি করতে এই পোস্ট টি পড়ুন এবং এই খানে ক্লিক করুন । অনেক নন ইউনি কোডেড বাংলা লেখা পড়তে মজিলার এই এডড ওয়ানটি ব্যবহার করুন । মজিলার এক জ্ঞাতি ভাই হচ্ছে কমেট বার্ড কমেট বার্ড ও সি মাঙ্কি ইত্যাদি। এর কনফিগারেশন আপনি মজিলার মতই করতে পারবেন।

এর ডাউনলোড লিংক। অনেকেই আবার গুগল ক্রোম ব্যবহার করেন কিংবা অপেরা ইউজ করে থাকেন। তবে সমস্যা হচ্ছে বাংলা দেখা যায় না ভালো এটা থেকে পরিত্রাণ পেতে এই খানে ক্লিক করুন। এই খানে আছে ফ্রন্ট ফিক্সার যা আপনার ব্রাউজার এর বাংলাকে আরো পরিষ্কার করবে। তৃতীয় পর্যায়ের আলোচনার বিষয় হচ্ছে বাংলা লেখার সফট: বাংলা আগে লেখার জন্য অনেকেই কাগু রে ব্যবহার করতো।

তবে কাগু কখনোই ফ্রি ছিলোনা। ওনারে কিনতে হত,তাই কাগুরে মাইনাস। অভ্র এর কথা সবাই জানি এই ব্যপারে কিছু বললাম না। তবে বাংলা লেখার জন্য আরো এটি ইউনি কোড সাপোর্টেড সফট আছে,যার নাম শাব্দিক। শাব্দিক অভ্র থেকে আলাদা অনেক দিক থেকেই।

এই খানে বালা লিখতে গেলে এটি আপনাকে সাজেশন দিবে এর অভিধান হতে। যার ফলে বাংলা লেখা আরো দ্রুত হয়। অনেক সময় আমরা যারা বাংলা লিখি তারা বানান নিয়ে সমস্যায় পরি এ থেকে উদ্ধার পেতে মজিলার বাংলা ডিকশনা রি । আজ এই খান ইতি টানি সামনে আরো কিছু সফট নিয়া আলোচনা করবো।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.