আমাদের কথা খুঁজে নিন

   

আল্লার ১দিন = নাকি পৃথিবীর হাজার বছর। সামুর ১ দিন = নতুন ব্লগারগো কয় দিন?

পরে আর বলা হলনা !

সামুতে আমি নতুন। অবশ্য পাঠক হিসাবে অনেক দিন থেকে অনেক ব্লগ পড়া হইছে। ভাবছিলাম এবার নিজেই কিছু লিখুম। মাগার রেজিষ্ট্রি কইরা দেখি নতুন ব্লগারগো লাইগা ম্যালা নিয়ম কানুন। ৭ দিন অবজার্ভেশন এ থাকতে হইবো।

আমার ৭ দিন কবেই শ্যাষ । মাগার অবজার্ভেশন পর্ব শ্যাষ হয়না। আল্লায় নাকি ৭ দিন না ৬ দিনে দুনিয়া বানাইছে। আর সেই দিন নাকি পৃথিবির হিসাবে হাজার হাজার বছর। আমার মনে হইতেছে সামু'র দিনের হিসাবও আলাদা।

পৃথিবীর কয় ঘন্টায় সামুতে এক দিন হয় জানতে চাই। আর নতুন ব্লগারগো লাইগা ইস্পেশাল কোনো ব্যাবস্থা নেওয়ার দাবী জানাইতেছি। এই ব্যাপারে আমার পুরান ব্লগ দুইটা পইড়া দেখতে পারেন। অপেক্ষায় থাকলাম।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.