আমাদের কথা খুঁজে নিন

   

আল্লার নূর -এর সরোবর ও দয়াল বাবা প্রসঙ্গ

আত্মশুদ্ধি প্রজ্ঞা লাভ মনুষ্যত্বে সিদ্ধি লাভ


হে কলমওয়ালা ! কোরানে কি বর্ণিত হয়েছে আল্লা আকাশ মন্ডল ও যমীনের নূর। তাহার নূরের দৃষ্টান্ত এরুপ যেমন একটি তাকের উপর প্রদীপ রাখা আছে, প্রদীপটি রয়েছে একটি ফানুসের মধ্যে। ফানুসের অবস্থা এরুপ যেমন মোতির মত ঝকমক করা তারকা। আর সেই চেরাগ এমন এক বরকতওয়ালা গাছের তৈল দ্বারা উজ্জ্বল করা হয়, যাহা না পূর্বের না পশ্চিমের। আল্লা তার নূরের দিকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন।

' তুমি কি জান নূরের আবেশ কি? বল। আবেশ হলো নূরের সরোবরে ডুব দেয়ার ফিলিংস। আল্লার নূরের সরোবরে মহান ওলিগণ অবগাহন করার পরম সৌভাগ্য লাভ করেছিল। বল। আল্লার সাথে প্রেমের ফিলিংস হলো অমর ফিলিংস।


হে আল্লার মহান ওলিগণের আশেকান ! তোমরা কি জান ওলি কাহাকে বলে। ওলি অর্থ অভিভাবক। বল। আল্লা মহান অভিভাবক। যে মানুষেরা হৃদয়কলব ফ্রেশ করার পাশাপাশি মহান আল্লার সান্নিধ্য লাভের তপস্যা গ্রহন করেছে- আল্লা তাদের সকলকেই সহজ সরল এবং মজবুত পথের সন্ধান দিয়েছেন।

তোমনা সমস্বরে বল- লোভ হিংসা মুক্ত না হলে আল্লার পথের সন্ধান পাওয়া যাবে না। আল্লার মহান ওলিগণ হিংসা লোভ নিয়ন্ত্রিত আত্মা অর্জণ করেছিল। বল। ইসলাম একটাই সনাতন সত্য পথ একটাই।
হে আধাঁর মুখমল্ডল ! বল।

আল্লার ওলিগনের আশেকানের হৃদয়কলব অনেকের চেয়ে ফ্যাসাদ মুক্ত। তারা প্রকৃতই সহজ সরল। আল্লার নূরের আবেশে মগ্ন হওয়ার জন্য বাস্তবিকই তাদের অন্তর আকুল করে। তারা সমাজে নির্বিবাদী মানুষ হিসেবে পরিচিত। কাজ কামের অবসরে আল্লার ওলীর রাঁহে মনপ্রাণ বাউল হয়ে ওঠে।

বল। বৈরাগ্য বাউলের চেয়ে কাজকাম স্ত্রীসন্তানের দায়িত্ব পালনকারী বাউলই প্রকৃত বাউল।

হে শিশুদের সালামকারী ! তুমি আল্লার ওলির ভক্ত ভাই বোনদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দাও যে- একজন দয়াল বাবা বা একজন কেবলা কাবা ভক্তের কলবের আয়না গড়ার কারিগর হতে পারে না। একজন ওলিবাবা শুধুমাত্র আয়না গড়ার ডিরেকশন বা পরামর্শ দিতে পারে এবং একজন মানুষের নিজের কলবে আয়না গড়তে হলে কি কি কৌশল অবলম্বন করতে হবে- স্রেফ্ তাই বাতলে দিতে পারে। আয়না ফিটিং করার টেকনিকটা শুধু জানিয়ে দিতে পারে।

মূল বিষয় হলো- নিজ কলবে আয়না গড়তে হলে নিজেকেই কারিগর হওয়ার যোগ্যতা অর্জণ করতে হবে। কিন্ত একজন গামছাওয়ালার গামছার কারিগর না হলেও চলে। জেনে রাখ- প্রত্যেক মানুষেরই পীরকামেল হওয়ার সুযোগ থাকে। বল। নাম্বার ওয়ান এবং শেষ কথা হলো- লোভ মোহ আর হিংসামুক্ত থাকার লড়াইয়ে যারাই এগিয়ে থাকবে আল্লা বলছেন তাকেই নূরের আয়না প্রদান করবেন।


বল। হে আল্লা আমরা তোমার বেচারা বান্দা। সঠিক শিক্ষা আর পরিবেশ পরিস্থিতির কারণে আমরা তোমার সবল মজবুত পথের মানচিত্র দেখতে পায়নি বা দেখতে শুনতে পেলেও মানচিত্র অনুযায়ী তোমার পথে চলার কান্ডারি পায়নি। হে আল্লা তোমার নিজ আওতায় আমাদের কবুল কর।

স্মরণ রাখবে- মুর্শিদ হোক আর মুরিদ হোক সকলেই আল্লার প্রিয় বান্দা।

বল। একজন মুর্শিদ যদি ন্যায় এবং ইনসাফপূর্ণ পরামর্শ প্রদান করে এবং মুর্শিদ মুরিদ উভয়ে তা আমল করতে পারে- তবে আল্লা অবশ্যই মানুষের কলবে মায়ার বাঁধনে জড়াবেন। স্মরণ কর, গল্পের ঐ পরামর্শদাতা মাঝির ঘটনাটি। মাঝি বলল- হে নৌকার যাত্রি সকল তোমরা সবাই শোন! নৌকা গাঙ পাড়ি দেয়ার জন্য চলতে শুরু করলো। যদি ঝড় তুফানে নৌকা মাঝ নদীতে ডুবে যায় তখন কুমার ব্যাটার জালিতে রক্ষিত মাটির হাঁড়ি-কলস পেটে বাধিয়ে আপন আপন সাঁতরে কুলে চলে যাবে।

যখন দুঃখজনকভাবে সত্যি সত্যি ঝড়-তুফানে মাঝ গাঙে নৌকা ডুবে গেল। তখন মাঝির পরামর্শ সকল নৌকা যাত্রী ফলো করলো বা আমল করলো কিন্ত মাঝি স্বয়ং আমল করলো না। ফল যা হবার তাই হলো। সকল নৌকা যাত্রী কুলে চলে গেল আর মাঝি ব্যাটার সলিল সমাধি হলো। বল।

হে আল্লা তুমি এমন নসিহতকারী হওয়ার হাত থেকে আমাদের রক্ষা কর। সাথে সাথে বলে দাও- তোমরা আমরা যদি জীবনে চলার পথে মতলববাজি পরিহার করে চলতে পারি তবে আল্লা কামেলমানুষের সার্টিফিকেট প্রদান করবেন। এক কথায়- তোমরা নফসরিপুকে কন্ট্রোল কর। সাথে সাথে বলে দাও - কোন ওছিলা ছাড়া শিক্ষা অর্জণ হয় না এ কথা ঠিক। তবে যে কোন অছিলায় রুহ্ দোষণমুক্ত হলে রুহনিয়াত আপনা আপনি ঘটে যায়।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.