আমাদের কথা খুঁজে নিন

   

আল্লার কসম জরুরী অবস্থা

ই চ্ছে খা তা

1. আমার 6 নম্বর বাস খুব পছন্দ ছিলো। ওটা ছিলো সিটিং সার্ভিস। দাড়িয়ে লোক নিতো না মোটেই, অন্য যাত্রীরাও প্রতিবাদ করতো অনিয়ম হলেই। তারপর একসময় একজন, দুইজন করে লোক দাড়িয়ে নেয়া শুরু হলো। আর ইদানং তো দাড়ানোর জায়গা পাওয়া যায় না।

যখন লোকজন ধরেই নিলো সিটিং লেখা থাকলেও লোক দাড়ানো থাকবে, তখন একটা সার্ভিস চালু হলো, 'স্পেশাল (!) সিটিং সার্ভিস'। নামটা দেখেই মনে হলো এ যেন 'আল্লার কসম সিটিং সার্ভিস'। 2. জরুরী অবস্থার প্রথম দিনগুলোর কথা মনে আছে। লোকজন যেন উত্তেজনার একটা বিষয় পেয়েছিলো,একধরনের নতুন অবস্থা। তারপর সময়ও চলে গেছে।

এখন মনেহয় মানুষের মনেও থাকে না যে এখন জরুরী অবস্থা চলছে। এখন বোধহয় সময় হয়ে গেছে 'আল্লার কসম (!) জরুরী অবস্থা' দেয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.