আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রি ও তাহর মন্ত্রিদের কথাবর্তা পর্ব-১

ছবি নেই

আচ্ছা বলেনতো আমরা কোনদেশে আছি......! যে দেশে বঙ্গবন্দুর আত্নশিক্ষৃত খুনিদের বিচার হতে এক যুগের ও বেশি সময় লাগে.....,সেই দেশে সাধারণ মানুষের কত সময় লাগবে অতবা হবে কি হবেনা আল্লাহ ভাল জানেন । ....যে দেশে বিশেষ বিশেষ ব্যাক্তির সুবিচার হউক আর কুবিচার হউক হওয়ার পর বলাহয় আইনের শাসন প্রতিষ্টিত হয়েছে......তাহা আবার বলেন সামাজের মাথাওয়ালা নামের ব্যক্তিরা......তাহলে তাহারা কি বুঝাতে চান যে, ন্যায়বিচার প্রতিষ্টিত হয়েছে...? অতছ ক্ষমতাসিনরা ক্ষমতায় থাকার পর ও যদি আইনের মাধ্যমে তাহাদের সুকাজ করতে এত বিড়ম্বনা পোহাতে হয়..? কুকাজের কথা বলে লাভ নাই..! ধরেন বর্তমান প্রধান মন্ত্রির কথা ধরাযাক তিনি নিজে সংসদে বললেন তাহাকে তত্থাবদায়ক সরকারের সময় তহাকে বিসপান করিয়ে মারার চেষ্টা করা হয়েছিল...! অথছ তিনি ক্ষমতায় তাহলে এই বিসপান যারা তাহাকে করিয়েছিল তিনি তাহাদের কে গ্রেফতার করে বিচারের আওতায় আনছেন না কেন ? নাকি তিনি মহান সংসদে মিথ্যা কথা বলেছেন .... আল্লাহ ভাল জানেন...। প্রধান মন্ত্রির আর একটি কথা ধরায়াক গত দুই এক দিন আগে তিনি বলেছেন বিগত জোট সরকার নাকি তাহার উপর বোমা হামলা করেছিল.....! আচ্ছা তিনি শুধু জনসভা বা সংসদে বলছেন কেনে...?তিনি ঐসব অপরাধীদের কে ধরে বিচারের আওতায় আনাহচ্ছে না কন....? এদেশে তো আইনের শাসন প্রতিষ্টিত হয়েগেছে...। নাকি প্রধান মন্ত্রি মিথ্যা বলছেন অবশ্য এটা তাহার জন্য কোনো ব্যাপার না..। আর তাহার মন্ত্রি সভার কথা ধরায়াক মাশাআল্লাহ উনারা মুখে য়াহা আসে বলতেছেন কোনো ধরা বাধা নাই....আসলে একটা ঘটনা মনে পড়েগেল আমরা যখন পঠশালা পাস করে হাইস্কুলে গেলাম তখন আমাদের বন্ধুদের বলতাম এই তোর পাঠশালার গন্ধ এখনও য়াযনাই কি..। আর যখন কলেজে গেলাম তখন বলতাম হাইস্কুলের গন্ধ এখনও য়াযনাই কি..। ত আমার মনেহয় আমাদের বর্তমান বেশি ভাগ মন্ত্রি ও প্রতিমন্ত্রিরা রাস্তায় দাড়িয়ে সাধারন নেতারা যে ভাষণ দেন তাহাদের মত বক্তব্য দেন.....! অর্থাৎ মুখে য়া আসে তাই বলেন .......। যদি উনারা সবকথা সত্য বলে থাকেন তাহলে কি উনাদের করার কিছু নাই আহারে আমরা কোন দেশে আছি !!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.