আমাদের কথা খুঁজে নিন

   

যতক্ষণ পর্যন্ত না আপনি কাফের হবেন ততক্ষণ পর্যন্ত ওরা আপনার পিছু ছাড়বে না!

---

আপনি কি তাবলীগ? তবুও ওরা আপনার পিছু ছাড়বে না যতক্ষণ না পুরোপুরি কাফের হয়ে যান। ওরা আপনাকে জামাত বলবেই যতক্ষণ না কাফের হয়ে যান! আপনি কি একজন একনিষ্ঠ মুসলমান, কিন্তু শান্তীবাদী? তবুও কাফের না হওয়া পর্যন্ত ওরা আপনাকে ছাড়বে না! আপনি কি একজন সুফী? তবুও কাফের না হওয়া পর্যন্ত ওরা খুশী হবে না। আপনি কি মারেফাতে বি্শ্বাস করেন? তবুও লাভ নেই। কাফের হওয়া পর্যন্ত ওরা আপনাকে ধাওয়া করবে। আপনি একনিষ্ঠ মুসলিম কিন্তু জামাত পছন্দ করেন না? লাভ নেই, কাফের না হলে ওরা খুশি হবে না। আপনি কি হিজবুত তাহরীর? লাভ নেই, কাফের না হওয়ার আগ পর্যন্ত ওরা আপনাকে জামাত বলবেই! আপনি কি শিয়া? লাভ নেই তবুও ওরা আপনাকে মারবে, যতক্ষণ না আপনি পুরোদস্তুর কাফের হয়ে যান! আপনি কি একজন কমিউনিস্ট কিন্তু প‌্যালেস্টেনিয়ানদের পক্ষে কথা বলেন? লাভ নেই যতক্ষণ না পুরোপুরি ওদের মতন হবেন ততক্ষণ পর্যন্ত ওরা আপনাকে জামাতীই বলবে। আপনি কি একজন মুসলিম, কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী? কোন লাভ নেই, ইসলামের নাম গন্ধ যতক্ষণ পর্যন্ত আপনার গায়ে আছে, আপনাকে ওরা ছাড়ছে না! আপনি কি আওয়ামিলীগ করেন, অথচ ইসলামের একনিষ্ঠ অনুসারী? লাভ নেই, পুরোপুরি কাফের না হওয়া পর্যন্ত ওরা আপনাকে জামাতের গোয়েন্দাই ভাববে! তাই সাবধান! ইসলামকে জীবন থেকে পুরোপুরি ঝেঁটিয়ে বিদায় করতে না পারলে ওরা আপনাদের পিছু ছাড়ছে না!! আপনাকে ওরা তালেবান, ওহাবী, জঙ্গী, জে.এম.বি, আল ক্বায়েদা, জামাতী, শিবির, হিচ্চুতিয়া ,রাজাকার, ধর্মব্যবসায়ী এসব বলে গালি দিবেই!! কাফের না হওয়া পর্যন্ত আপনার রেহাই নেই!! وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ [٢:١٢٠] ইহুদী ও খ্রীষ্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন (এবং তাদের মত কাফের হয়ে যাবেন)। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করেন, তাই হল সরল পথ। যদি আপনি তাদের আকাঙ্খাসমূহের অনুসরণ করেন, ঐ জ্ঞান লাভের পর, যা আপনার কাছে পৌঁছেছে, তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই। বাকারা-১২০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.