আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ড ন্যাচারাল বাংলাদেশ

অসামাজিক জীব

শহরে নতুন আইসক্রিম পার্লার ওপেন হয়েছে, আর পেটপূজারী সেখানে যাবেনা তা কি হয়? এমনিতে আলাদা ভাবে কয়েকজনের একাধিকবারই যাওয়া হয়েছে কিন্তু পেটপূজারীর মূল সদস্যরা মিলে গত ১৯ আগস্ট হানা দিয়েছিলাম নিউজিল্যান্ড ন্যাচারাল বাংলাদেশ এর আখড়ায়। আজ সেই আইসক্রিম পার্লার নিয়েই কিছু কথা বলবো। ঢাকা শহরের অভিজাত এলাকা বলে খ্যাত বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়ির ২য় তলায় এর অবস্থান। সিঁড়ি দিয়ে উঠতেই দরজা খুলে আপনাকে স্বাগতম জানাবে কালো ইউনিফর্ম পরিহিত কিছু সুদর্শন যুবক। সুন্দর ইনটেরিওরের এই আইসক্রিম পার্লারে দুইজন, তিনজন, চারজন কিংবা একদল আড্ডাবাজ বন্ধুবান্ধব নিয়েও আপনি বসে যেতে পারেন চেয়ার টেনে।

আড্ডা দিবেন আর সেই ফাঁকে নিবেন আইসক্রিমের এক জাদুকরি স্বাদ। টেবিলে রাখা আইসক্রিমের মেন্যুবুক থেকে সিদ্ধান্ত নিতে পারছেন না? চিন্তা নেই, চলে যান মূল কাউন্টারে। সবগুলো আইটেম একটু করে টেস্ট করার সুযোগ পাবেন। এবার নিজের পছন্দের আইসক্রিমটি অর্ডার করে আবার বসে যান আড্ডাবাজীতে। অল্প কিছুক্ষনের মধ্যেই আপনার টেবিলে হাজির হয়ে যাবে সুসজ্জিত আইসক্রিম।

আইসক্রিম যে শুধু কাপ, কোন বা গোলাকার পাত্রে নিয়ে খাওয়ার জিনিস নয়, সেই ধারনাটাই পুরো পালটে যাবে এখানে এলে। বিভিন্ন ধরনের আকর্ষণীয় পরিবেশন পাত্রে করে আপনাকে পরিবেশন করা কবে সুস্বাদু আইসক্রিম। ক্লাসিক ভ্যানিলা, হোয়াইট চকোলেট, হকি পকি, ইংলিশ টফি, রেইনবো, কুকি এন্ড ক্রীম, চকলেট ফাজ ব্রাউনী, চকলেট ফ্যান্টাসী, ফরেস্ট ফুড ফ্রোজেন ইয়োগার্ট, স্ট্রব্যারী সারপ্রাইজ, স্ট্রব্যারী চিজ কেক, ম্যাকাডেমিয়া সুপ্রিম, ম্যাঙ্গো সরবেট এরকম বিভিন্ন নামের ২০ ধরনের স্বাদের মজাদার সব আইসক্রীম পাবেন এখানে। প্রতি স্কুপ আইসক্রিম পাবেন মাত্র ২৫০ টাকায়। আর দুই স্কুপ ৩৫০ এবং ৩ স্কুপ নিতে চাইলে আপনাকে দিতে হবে মাত্র ৫০০ টাকা।

আইস্ক্রীম ছাড়াও এখানে পাবেন স্মুদি মিল্কশেক, আইসড ড্রিঙ্কস ও কফি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.