আমাদের কথা খুঁজে নিন

   

নওয়াজকে সহযোগিতার ঘোষণা ইমরানের

দেশটির সাম্প্রতিক নির্বাচনে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়া তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই এই ঘোষণা দিয়েছেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
ভিডিও লিংকের মাধ্যমে পিটিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমরান বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনেক মতবিরোধ থাকার পরও আমরা সন্ত্রাসবাদের মতো জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করবো। ”
ইমরান বলেন, ‘আমরা সন্ত্রাসবাদ মোকাবিলা না করে উন্নতির দিকে যেতে পারবো না। ’
নির্বাচনী প্রচারাভিযানে ইমরান মধ্যডানপন্থী নওয়াজ শরিফ ও তার দলের তীব্র সমালোচনা করেন। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নওয়াজ শরিফের নেতৃত্বে পিএমএল-এন বিজয়ী হলে ইমরান সরকার গঠনে নওয়াজের সঙ্গে জোটবদ্ধ না হয়ে বিরোধী দলে থাকার ঘোষণা দেন।


ইমরান খান নির্বাচনী প্রচারণা চালানোর সময় মঞ্চ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। এরপর থেকেই চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন। হাসপাতাল থেকেই তিনি তার নির্বাচনী প্রচারণা চালান এবং তার রাজনৈতিক দলের বিস্ময়কর উত্থান ঘটে। ইমরানের নেতৃত্বাধীন পিটিআই তালেবান গোষ্ঠীর শক্তঘাঁটি বলে পরিচিত উত্তরপশ্চিমাঞ্চলেই বেশি আসন পেয়েছে। সেখানে তিনি প্রাদেশিক জোট সরকার গঠনের ঘোষণা দেন এবং দেশের জন্য একটি ‘আদর্শ শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

এদিকে, নওয়াজ শরিফও দেশের স্বার্থে ইমরান খানের সঙ্গে কাজ করবেন বলে অঙ্গীকার করেছে। মঙ্গলবার হাসপাতালে ইমরান খানকে দেখতে গিয়ে নওয়াজ এই ঘোষণা দেন। দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সে অনুযায়ী নওয়াজই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।