আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়ার সব কারখানা শুক্রবার খুলছে

বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।
শ্রম, স্বরাষ্ট্র ও নৌমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে শিল্প মালিকদের পাশাপাশি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন।
বেতন-ভাতা বাড়ানো, কর্মস্থলে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে টানা কয়েক দিন শ্রমিক বিক্ষোভের পর ‘গোলযোগপূর্ণ’ পোশাক কারখানাগুলো মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ।
বিজিএমইএর পরিসংখ্যান অনুযায়ী, আশুলিয়ায় এ সংগঠনভুক্ত ৩২০টি কারখানা রয়েছে। দেশের মোট উৎপাদিত তৈরি পোশাকের ২০ শতাংশ এই এলাকা থেকেই সরবরাহ হয়।


আতিকুল ইসলাম বলেন, “শুক্রবার আশুলিয়ার সব কারখানা খুলে দেয়া হবে। কর্মীদের শুক্রবারের বেতন ওভারটাইম হিসাবে পরিশোধ করা হবে। ”
বিজিএমইএ বিকালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবে বলেও জানান সংগঠনের সভাপতি।
কারখানা বন্ধের সিদ্ধান্তের জন্য শ্রমিক সংগঠনগুলোর সমালোচনার মুখে থাকা বিজিএমইএ সভাপতি বলেন, “মালিকরা কখনো কারখানা বন্ধ করতে চায় না। শ্রমিকরা কাজ না করায় কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়েছিলো।


সাভারে রানা প্লাজা ধসের পর ওই এলাকার ৮০ থেকে ৯০ শতাংশ কারখানা ঠিকমতো চালানো যাচ্ছে না বলে এর আগে অভিযোগ করেছিলেন বিজিএমইএ সভাপতি।
বৃহস্পতিবারও একই কথা বলেন তিনি। “চলতি মাসের বেতন পাওয়ার পরপরই শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে কাজ থেকে বিরত থাকতো। ”
বিভ্রান্ত না হয়ে কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বান মালিকদের নেতা আতিকুল।
সাভারে ভবন ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পর গার্মেন্টকর্মীদের বেতন-ভাতা ও কারখানার কর্মপরিবেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিরূপ আলোচনার প্রেক্ষাপটে গত রোববার শ্রমিকদের বেতন বাড়াতে মজুরি বোর্ড গঠন করে সরকার।

 
শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সাংবাদিকদের বলেন, শ্রমিক ওয়েজবোর্ড সিদ্ধান্ত বাস্তবায়ন করার পর প্রতিবছর এ ওয়েজবোর্ড রিভিউ হবে, শ্রমিকদের স্বার্থে সব ধরনের উদ্যেগ নেয়া হচ্ছে।
শিল্পের জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ না নিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
কারখানা চালু রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।
নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান বলেন, শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়েছে।
‘রানা প্লাজার আহতরা চাকরি পাবে’
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত বা যাদের অঙ্গহানি হয়েছে, তাদের চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজিএমইএ।


অঙ্গহানি যাদের হয়েছে, তাদের কৃত্রিম অঙ্গ সংযোজনেও সহায়তার আশ্বাস দিয়েছেন বিজিএমইএ সভাপতি।
আতিকুল সাংবাদিকদের বলেন, “আহত কোনো শ্রমিক যেন চিকিৎসার অভাবে মারা না যায়, সে ব্যবস্থা নেবে বিজিএমইএ। ”
অঙ্গহানি হওয়া শ্রমিকদের চাকরির বিষয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, অঙ্গহানি হওয়া শ্রমিকদের মধ্য থেকে প্রতি গার্মেন্টস মালিক একজনকে চাকরি দেবেন।
অঙ্গহানি হওয়া শ্রমিকরা যদি কাজ করতে না পারেন, সেক্ষেত্রে তাদের স্বেচ্ছাসেবক হিসাবেও নিয়োগ দেয়া হবে বলে জানান আতিকুল ইসলাম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.