আমাদের কথা খুঁজে নিন

   

নোটবুক সংক্রান্ত সাহায্য দরকার

গেরিলা কথাবার্তা

কিছুক্ষণ আগেই নোটবুকে কাজ করছিলাম, বেশ ভাল চলছিল। বন্ধ করে একটু বাইরে গিয়েছিলাম। এসে খুলতে গিয়ে দেখি ধুসর হয়ে আছে স্ক্রিণ, ওখানে হাজারটা লাইনআর্ট। একপাশে একটা ফাটলের মত লম্বা দাগ। এই পর্যায়ে এসেই স্থির।

ভয় পেয়ে গেলাম। বাসায় খোঁজ নিয়ে জানলাম কেউ নোটবুকটার আশে পাশেও আসে নাই। সুইচ অনের বাটনটাতে টিপে অনেক্ষণ রাখার পর শাটডাউন হয়ে গেল। ভয়ে ভয়ে তারপর আবার সুইচ অন করলাম। দেখলাম, সব ঠিকঠাক মতই ওপেন হচ্ছে।

তাহলে তখন কী হয়েছিল, ধান্ধা লাগল! আমার নোটবুকটা ফুজিৎসু A1110 সিরিজের, কম্পিউটার সোর্স চট্টগ্রাম থেকে কেনা, মোট ৩ বছরের ওয়ারেন্টি আছে। এখন বছর দেড়েক পার হয়েছে। এই বছর দেড়েকে নোটবুকটার যেসব সমস্যার মুখোমুখি হচ্ছি তার মধ্যে প্রধান হল: সিডি/ডিভিডি রম সব রকমের, এমন কি সদ্য নতুন কিনে আনা সিডি/ডিভিডি রিড করতে পারে না। ইউএসবি পোর্টগুলো লেস সেন্সিটিভ হয়ে গেছে। টাচপ্যাডটাও লেস সেন্সিটিভ হয়ে গেছে।

মাউসের কার্সর 'কি' হঠাৎই স্লিপ করে, প্রয়োজনীয় ডাটা মুছে যায়। এখন আজকে আবার এই নতুন ঘটনা। অভিজ্ঞজনদের থেকে পরামর্শ চাচ্ছি। আর একটা তথ্য: এই ওয়ারেন্টি কোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নয়। বাংলাদেশে কোন ইম্পোর্টার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় কিনা সন্দেহ আছে।

মাউসের কার্সর 'কি' সংক্রান্ত সমস্যা নিয়ে একবার ওয়ারেন্টিতে পাঠিয়েছিলাম, দশ বারো দিনের মত রেখে ওরা ঠিক হয়ে গেছে বলে ফেরত দিয়েছে- পরে দেখলাম, যেই লাউ সেই লাউ-ই আছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।