আমাদের কথা খুঁজে নিন

   

দ্যা নোটবুক

I'm searching that I've lost... নিকোলাস স্পার্কসের উপন্যাস দি নোটবুক অবলম্বনে নিক ক্যাসাভেটসের পরিচালনায় ২০০৪ সালে নির্মিত আমেরিকান রোমান্স ফিল্ম দ্যা নোটবুক। ১৯৪০ সালের প্রেক্ষাপট। নোয়া (রিয়্যান গোসলিং) এবং এলি (র‌্যাকেল ম্যাক এডামস)। বয়সে তরূণ। পরস্পরের প্রেমে পড়ে।

কোন এক নার্সিং হোমে এক বৃদ্ধ তার নোটবুকে লেখা এলি আর নোয়ার গল্প শোনাচ্ছে স্মৃতি শক্তি লোপপ্রাপ্ত এক বৃদ্ধাকে । সেই বৃদ্ধ হল নোয়া আর বৃদ্ধা এলি। ১.যদিও এ যাবত কোন পুরস্কার পায়নি তবে র্েটন টমেটোর জরিপে ৫৩ ভাগ রিভিউ পজিটিভ। ২.লেকের পানিতে অসংখ্য পাখির মধ্যে এলি- নোয়ার নৌকায় ঘোরার দৃশ্যটা অসাধারণ। তবে এখানে ছোট্ট একটা ভুল রয়েছে-এলির মাথার ঝালরের কন্টিনিউটি ব্রেক (বৃষ্টি শুরূর পরে)।

আরো বেশ কিছু অসাধারণ দৃশ্য ধারণ করেছেন পরিচালক। ৩. অপ্রাসাংগিক বেড সিকোয়েন্সগূলি এড়ানো গেলে হিরো-হিরোইন তথা তাদের সম্পর্কের প্রতি দর্শকের শ্রদ্ধাবোধ বাড়া বৈ কমতো না। পরিচালক: নিক ক্যাসাভেটসের রিলিজ: ২৫ জুন, ২০০৪ (কানাডা ও আমেরিকায়) দেশ:আমেরিকা দৈর্ঘ্য: ১২৩ মিনিট।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.