আমাদের কথা খুঁজে নিন

   

সর্বশেষ সময়সীমা বেঁধে দিয়েছেন শিল্পমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরান ঢাকার দাহ্য রাসায়নিক গুদাম সরাতে হবে

আমি বিদ্রোহী

সর্বশেষ সময়সীমা বেঁধে দিয়েছেন শিল্পমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরান ঢাকার দাহ্য রাসায়নিক গুদাম সরাতে হবে রিবেল মনোয়ার শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরান ঢাকার দাহ্য রাসায়নিকের সকল গুদাম অন্যত্র সরিয়ে নেয়ার সর্বশেষ সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেন, ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিল্প মন্ত্রণালয়, স্থানীয় জনপ্রতিনিধি, ঢাকা জেলা প্রশাসন এবং টাস্কফোর্সের সম্মিলিত টিম গুদাম স্থানান্তরের কার্যক্রম মনিটরিং করবে। গতকাল মঙ্গলবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের এনেক্স ভবনে অবস্থিত এনপিও সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর যৌথ উদ্যোগে পুরান ঢাকার রাসায়নিক দ্রব্য গুদামজাতকরণ এবং শিল্প ও বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া এ সময়সীমা বেঁধে দেন। বিসিআই প্রেসিডেন্ট শাহেদুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট আবুল কাশেম খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর শেখ মো. শাহজাহান, পুরাতন ঢাকার ব্যবসায়ী আলহাজ আবদুস সালাম, এসএম কামাল উদ্দিন, মো. ফারুক, বেলায়েত হোসেন, আবদুল মোতালেব প্রমুখ বক্তব্য রাখেন।

দিলীপ বড়–য়া বলেন, আগামী ১ অক্টোবর থেকে মারাÍক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২০টি দাহ্য রাসায়নিকের কোনো গুদাম পুরান ঢাকায় পাওয়া গেলে সংশি¬ষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে সরকার। তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তবে দাহ্য রাসায়নিকের গুদামসমূহ স্থানান্তরের জন্য সময় বাড়ানোর প্রক্রিয়া অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। তিনি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ দাহ্য রাসায়নিকের গুদামসমূহ সরকার নির্ধারিত সর্বশেষ সময়সীমার মধ্যে সরিয়ে নেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, সরকার ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়, ব্যবসার প্রসারের লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।

ব্যবসায়ীরা রাষ্ট্রের আইন-কানুন মেনে ব্যবসা চালাবে বলে সরকার আশা করে। তিনি বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পুরান ঢাকার দাহ্য কেমিক্যাল গুদামগুলো স্থানান্তরের জন্য ব্যবসায়ীদের যথেষ্ট সময় দেয়া হয়েছে। তিনি জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি ব্যবসায়ীদের সহায়তা দেয়ার মতো পরিবেশ অব্যাহত রাখার জন্য পুরান ঢাকার ব্যবসায়ী নেতৃবৃন্দের সহায়তা কামনা করেন। পরিবেশবান্ধব কেমিক্যাল ব্যবসার জন্য ব্যবসায়ীদের উদ্যোগে এ সংক্রান্ত খসড়া নীতিমালা ও বিশেষজ্ঞ কমিটি গঠন করা উচিত বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে পুরান ঢাকার ব্যবসায়ীরা সরকার নির্ধারিত সর্বশেষ সময়সীমার মধ্যে দাহ্য রাসায়নিকের গুদাম সরিয়ে নিতে সম্মত হন।

তারা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে মারাÍক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২০টি দাহ্য রাসায়নিকের অধিকাংশ গুদাম পুরান ঢাকা থেকে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল গুদাম সরিয়ে নেয়ার ব্যাপারে তারা শিল্পমন্ত্রীকে আশ্বস্ত করেন। তারা শিল্প ও ব্যবসার সুবিধার্থে ট্যানারি মালিকদের জন্য সরকার স্থাপিত সাভার চামড়া শিল্পনগরীর অনুরূপ দাহ্য রাসায়নিক গুদামের জন্য সুনির্দিষ্ট শিল্প এলাকা বরাদ্দ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।