আমাদের কথা খুঁজে নিন

   

সর্বশেষ হরতাল

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

দেশে সবশেষ হরতাল হয় বাল-এর ডাকে ২১ সেপ্টেম্বর ২০০৬ সালে। বিএনপি ঘোষিত ২৭শে জুনের হরতালের মাধ্যমে দেশের রাজনীতিতে এক হাজার তিনশত ৭০ দিন পর আবার হরতাল ফিরে এল। মহাজোট সরকার ক্ষমতায় আসার ৫১০ দিন পর বিরোধী দল বিএনপি ও তার শরীকরা সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এ হরতাল ডেকেছে। এর আগে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন বিরোধী দল বিএএল (বাল) ১৭৩ দিন হরতাল করে।

বিএএল (বাল) ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর তৎকালীন বিরোধী দল বিএনপি ৫৯ দিন হরতাল পালন করে। আবার বিএনপি দ্বিতীয় পর্যায়ে ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএএল (বাল) তাদের বিরুদ্ধে ১৩০ দিন হরতাল করেছিল। ২০০১ সালরে নির্বাচনের পরে মাত্র দেড় মাসের মাথায় বিএএল (বাল) ১১ দলরে ডাকে হরতালে র্পূণ সর্মথন দয়িছেলি। আর দেড় বছররে মধ্যে মনে হয় ১১ দনি হরতাল করছেলি। সে তুলনায় বিএনপি দড়ে বছরে মাত্র একদনি হরতাল করছে।

এটা একটা ভাল দিক। এইটা পড়ুনঃ http://www.shaptahik.com/v2/?DetailsId=3848

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।