আমাদের কথা খুঁজে নিন

   

সর্বশেষ গুগল-টুইটার কথন

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

গত দুই-তিনদিন ধরেই গুগল আর টুইটার(Twitter) নিয়ে চলছে হাজারো জল্পনা-কল্পনা। সর্বপ্রথম TechCrunch জানায় যে তারা দুইটি গোপন সূত্রে খবর পেয়েছ যে গুগল মাইক্রোব্লগিং প্লাটর্ফম টুইটারকে কিনে নিতে চায়। টুইটার এ তথ্য অস্বীকার করলেও গুগল কোনো মন্তব্য করতে বিরত থাকে। এর আগে Facebook ও গতবছর টুইটারকে ২৫০ মিলিয়ন ডলারে কিনতে র্ব্যথ হয়।

এবার বিষয়ে গুগলকে বেশ আগ্রহী মনে হচ্ছে। তারা টুইটারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এটাকে তাদের বিজ্ঞাপনের সফল প্লাটর্ফম হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু Twitter কে কিনে নেয়ার স্বপ্ন খুব একটা সহজ হবে না গুগলের জন্য। আপাতত TechChruch এর সূত্রমতে টুইটারের মালিক Evan Williams এক বিলিয়ন ডলারেও বিক্রিতে রাজি হবেন না। তবে এটাও শোনা যাচ্ছে গুগল যদি টুইটার কিনতে ব্যর্থ হয় তবে তারা টুইটারের সাথে অংশীদারিত্বে আসতে আগ্রহী।

অন্যদিকে গুগল টুইটার কিনে নিতে চাইলে তাদেরকে এ্যান্টি ট্রাস্ট মামলার সম্মুখীন হতে পারে। আর মাইক্রোসফট তো আছেই - ওরাই বা চুপ থাকবে কেন? গুগলের চেয়ে টুইটার মাইক্রোসফটের জন্য বেশি জরুরী হয়ে পড়েছে। সার্চ ইঞ্জিন মার্কেটে টিকে থাকতে হলে টুইটারের ডাইনামিক ইনডেক্সিং আর সার্চ প্রযুক্তি খুবই র্কাযকরী প্রমানিত হতে পারে। শেষ পর্যন্ত যাই হোক, সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে টুইটার আর গুগলের দিকে। সূত্র: সর্বশেষ গুগল-টুইটার কথন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।