আমাদের কথা খুঁজে নিন

   

পতিতালয় এবং পতিতাদের সম্পর্কে



আমাদের দেশের রাজনীতিবিদ দের কবে জানি দেশপ্রেম উদয় হবে তা নিয়ে ভাববার অবকাশ নেই। অনেক রাজনীতিবিদ আছেন যারা কথার ফুলঝুরি ছড়িয়ে বেড়ান। এটা করছি, ওটা করছি, এটা করলে এটা লাভ হবে আর ওটা করলে ওটা লাভ হবে। দেশের সব চিন্তাই যেন তারা একদিনে করে ফেলেন আর দেশের উন্নয়ন সেতো তারা প্রতিদিনকার নির্ঘুম স্বপ্নে করে ফেলেন। ভাবতে কষ্ট লাগে যখন আমার দেশের নারী-শিশুরা পতিতাবৃত্তি তে তাদের জীবন-যাপনের পুজি খুজতে হয়।

ভাবতে কষ্ট লাগে যখন পত্রিকাতে দেখতে হয় তাদের অমানবিক জীবন-যাপনের খন্ড খন্ড চিত্র। যখন শুনি তাদেরই এত কষ্টের টাকা-কড়ির কিছু অংশ কোন রাজনীতিবিদদের পালিত চ্যালারা ভোগ করছে। মানুষ হিসেবে তখন নিজেকে মনে করতে খুব হিংস্র মনে হয়। হায়রে মানুষ, যেখানে মানবতার অনেক দোহাই, যেখানে জীবিকার প্রয়োজনে বেছে নিতে হয় যৌনবৃত্তি। দেশে বা সরকারে কি একজনও ভালো মানুষ নেই যিনি এই অমানবিক কাজের বিরোধিতা করবেন।

বাংলাদেশ কত হাজার পতিতা রয়েছে তার সঠিক হিসাব আমার জানা নেই। তবে সম্ভবত ৫ কি ৬ লাখের বেশি হবেনা। সরকার ইচ্ছে করলে কা তাদের পূনর্বাসনের দায়িত্ব টা নিতে পারেনা? পতিতারা কি আমাদের মতো এই দেশের নাগরিক নয়? সরকারের প্রতি আমার অনুরোধ, প্লিজ পতিতাদের কথা ভাবুন। তাদেরকে সমাজের একটা অংশ করুন। সমাজে স্হায়ী ভাবে সবার সাথে তাদেরকে বসবাসের সুযোগ করে দিন।

সবশেষে তাদেরকে পূনর্বাসনের মাধ্যমে পতিতাবৃত্তিকে নিরুতসাহিত করুন। সাহাব উদ্দীন........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।