আমাদের কথা খুঁজে নিন

   

পতিতাদের সেবা দিতে গিয়ে ধরা খেলেন আই এম এফের সাবেক প্রধান

আমি নষ্ট মানুষ। তাই কারো নষ্টামী দেখলে ঘা ঘিন ঘিন করে ওঠে। জ্বইলা ওঠে অঙ্গার হয়ে যাওয়া হৃদয়টা। এবার আই এম এফের সাবেক প্রধ্যানের পতিতাদের সর্দার হওয়ার ঘটনাটা দেখে একেবারে মাথায় আগুন চড়ে গেছে। হালার পুত হালারা এত বড় প্রতিষ্ঠানের প্রধ্যান হয়েও তাদের জানোয়ারের চরিত্র কে ঢাকতে পারিনি।

হয়তো ওই সব পশ্চিমা বেশ্যাগুলোর পরিচালনাও করতো মাঝে মধ্যে সে নিজেও কেলি করতো। পশ্চিমা সভ্যতার জানোয়ারগুলোর ধিক জানাই আসুন সবাই। এসব সত্যিই আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আর তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি। এর ফলে পরিবার ব্যবস্থারই বা কি হবে বলুন তো।

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের সাবেক প্রধান ডোমিনিক স্ট্রস-কানকে পতিতা চক্র পরিচালনার দায়ে বিচার করা হবে কিনা ফরাসি একটি আদালত সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিলে'র একটি বিলাস বহুল হোটেলে একটি জাঁক-জমকপূর্ণ পার্টি দেয়াকে কেন্দ্র করে স্ট্রস-কানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। অবশ্য-স্ট্রস কানের আইনজীবী এ মামলা নাকচ করে দেয়ার আর্জি জানিয়ে বলেছেন,পার্টিতে যে সব মহিলা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে যে কয়েকজন পতিতা ছিলেন সে কথা তার মক্কেলের জানা ছিল না। ফ্রান্সে স্ট্রস-কানের বিরুদ্ধে এই একটি মাত্র মামলাই এখন চলছে। বাকি মামলাগুলো এর আগেই নাকচ হয়ে গেছে।

যে হোটেলে এ যৌনলীলা চলেছিল তার নামে এটি 'কার্লটন মামলা' হিসেবে বেশি পরিচিতি পেয়েছে। পতিতা সম্ভোগ ফরাসি আইনে দণ্ডনীয় অপরাধ নয়। এ ছাড়া, পার্টিতে রমণীদের সঙ্গ লাভের কথা এর আগেও স্বীকার করেছেন স্ট্রস-কান। অবশ্য স্ট্রস-কান পতিতা চক্র পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন- এ রকম কোনো জোরালো অভিযোগ আনা হয়নি বলে তার আইনজীবীরা দাবি করেছেন। এর আগে নিউইয়র্কের এক হোটেলের পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে ৬৩ বছর বয়সী কানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

মার্কিন আইনজীবীরা পরে স্ট্রস কানের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করে নিলেও দেওয়ানি মামলার আশ্রয় নিয়েছেন অভিযোগ উত্থাপনকারী পরিচারিকা। এ রকম মামলায় ফেঁসে যাওয়ার আগে ফরাসি সমাজবাদী দলের প্রার্থী হিসেবে স্ট্রস-কান দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে করা হয়েছিল। #  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.