আমাদের কথা খুঁজে নিন

   

আসেন একটু হাচি। কুতুব আলী কালেকশন।

সব কিছু লজিক দিয়ে বুঝতে চাই। এবং মনে করি জগতের সব কিছু লজিক্যাল ।
এখানে যখন ঢুকছেন তার মাইনে আপনার কোন কাম নাই। আসেন কয়েকখান কুতুব পড়েন। সবগুলোই বিভিন্ন জায়গা হতে সংগ্রহ করা।

সুতরাং কমন পড়তেই পারে। কমন না পড়লে আমার দোষ নাই। প্রথমে একখান ধাঁধাঁ : আইচ্ছা কনতো দেহি, উড়োজাহাজ কোন লিঙ্গ? কুতুব না¤বার ১ : পুরুষের জীবনকে ৫ ভাগে ভাগ করা যায়। ১) শিশু ২) কিশোর ৩) যুবক ৪) পৌঢ় ও ৫) বৃদ্ধ। নারীর জীবনকেও ৫ভাগে ভাগ করা যায়।

১) শিশু ২) কিশোরী ৩) যুবতী ৪) যুবতী ৫) যুবতী। কুতুব না¤বার ২ : স্বামী : আচ্ছা বিয়ের আগে তোমার কি কারো সাথে প্রেম ছিলো? স্ত্রী নিরুত্তর। স্বামী : (রেগে গিয়ে) তোমার এই নীরবতকে আমি কি ধরে নেবো? স্ত্রী : (দ্বিগুণ রেগে) আরে বাবা, গুনতে তো সময় দেবে। নাকি? কুতুব না¤বার ৩ : - আচ্ছা বলতে পারিস মদ কি দিয়ে তৈরি? - নাতো, তুই জানিস? - আমারতো মনে হয় মেয়েদের হরমোন দিয়ে তৈরি। - কি করে বুঝলি? - দেখিস না, দুই পেগ খাওয়ার পর সবাই শুধু বক্ বক্ করেই যায়।

কুতুব না¤বার ৪ : স্ত্রী : এই শোন, পাশের বাসার জামিল সাহেব প্রতিদিন অফিসে যাওয়ার সময় তার বউকে চুমু খায়। তুমি ও অমনটা করতে পারোনা? স্বামী : তা পারি। কিন্তু অন্যের বউকে চুমু খাওয়া কি ঠিক হবে?
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.