আমাদের কথা খুঁজে নিন

   

মুকিম ব্রাদার্স

ভালবািস বাংলা নাটক...............

মুকিম ব্রাদার্সচ্যানেল আইতে বুধ ও বৃহস্পতিবার দুই দিন প্রচারিত হচ্ছে আশফাক নিপুনের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'মুকিম ব্রাদার্স'। নাটকে বদরুল মুকিম চরিত্রে অভিনয় করেছেন আরজে অপু আর আনোয়ার মুকিম চরিত্রে মুসাফির সৈয়দ। নাটক ও চরিত্র দুটি সম্পর্কে নানা গল্প শোনালেন তাঁরা..........। মোস্তফা সরয়ার ফারুকীর নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন অপু। সে ইউনিটে কাজ করছিলেন মুসাফির সৈয়দ।

হঠাৎ শুটিং ইউনিটের মধ্যে দুজন বোরকা পরা মহিলা প্রবেশ করেন। দুজনই এসে উপস্থিত হন অপু ও মুসাফির সৈয়দের সামনে। প্রথমে কিছুটা অবাক হন তাঁরা। বোরকা পরা মহিলাদের একজন বলে ওঠেন, 'পাইছি দুই ভাইয়েরে। আচ্ছা বলেন তো, আপনারা এত ঝগড়া করেন কেন? আর আপনি (মুসাফির সৈয়দের দিকে তাকিয়ে) খুব দুষ্ট।

এত দুষ্টবুদ্ধির মানুষ হয় নাকি?' ঘটনাটা বলে হেসে উঠলেন এ দুই অভিনেতা। অপু বলেন, 'ভাই, এ রকম আরো হাজারটা ঘটনা বলতে পারব। ' 'মুকিম ব্রাদার্স' নাটক প্রচারের পর থেকে এ দুজনই সবার কাছে এখন দুই ভাই। বড় ভাই অপু আর ছোট ভাই মুসাফির। যদিও বাস্তবে তাঁদের বয়সের পার্থক্য খুব বেশি নয়।

মুসাফিরের ভাষ্য, 'ইদানীং যেন কী হয়েছে। আমাদের ছবিয়ালের ভাই-বেরাদাররা আমাকে মুরুবি্ব বলে ডাকে। বয়সটা কি খুব বেশি বেড়ে গেল নাকি?। ' তবে এটা সত্য যে অভিনেতা হিসেবে এ দুজনের বয়সটা বেড়েই চলছে। একজন কবি হতে গিয়ে হয়ে গেলেন অভিনেতা।

অন্যজন আরজে পরিচিতির পাশাপাশি অভিনেতা হিসেবেও পরিচিতি পাচ্ছেন। নাটকে তাঁদের সম্পর্কটা টম অ্যান্ড জেরির মতো। বাস্তবেও কি তা-ই। অপু বলেন, 'বাস্তবে আমাদের সম্পর্কটা বন্ধুতপূর্ণ। তবে আমার তুলনায় মুসাফির একটু বেশি চঞ্চল।

হৈচৈ করতে পছন্দ করে। অলটাইম ফুর্তিতে থাকে। ' অপুর কথা থামিয়ে দিয়ে মুসাফির বলেন, 'এক মিনিট দাঁড়ান। আরে ভাই, আপনিই তো সারা দিন ফুর্তিতে থাকেন। দেশবাসীকে ফুর্তিতে রাখেন।

অপু ভাই মানুষ হিসেবে অনেক ভালো। এমনও ঘটনা ঘটেছে, আমি একটা সুন্দর দৃশ্য দেখেছি কোথাও, রাত ২টা বাজে ফোন করে সেটা অপুকে বলি। উনি কোনো বিরক্তি বোধ করেন না। ' এরই মধ্যে নাটকটির ১৩ পর্ব প্রচারিত হয়েছে। যদি বলা হয়, একজন দর্শক হিসেবে নাটকটি মূল্যায়ন করতে, তাহলে কী বলবেন? প্রশ্ন শুনে দুজনই কিছুটা হাসলেন।

অপুর মতো 'সারা দিন পর টিভি সেটের সামনে বসলে দর্শক আসলে বিনোদন চান। হাসতে চান। নাটকটি দেখে মনে হবে না এখানে কোনো ভাঁড়ামি হচ্ছে। কারণে-অকারণে মোবাইল ফোনে কথা বলা। ছাদে দাঁড়ানো।

মেয়েদের সঙ্গে দুষ্টামি_এসব এ নাটকে পাওয়া যাবে না। ' মুসাফির সৈয়দ বলেন, 'ছোট বাচ্চারা আমাকে দেখলেই বলে, আপনি এত দুষ্ট কেন? তার মানে তো সব শ্রেণীর দর্শকের কাছে এ নাটকটি গ্রহণযোগ্যতা পেয়েছে। '

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.