আমাদের কথা খুঁজে নিন

   

বিকেলের ভাতঘুমে বধুঁ আজ নিবিড় হলো মত্ততায় ;

শাফিক আফতাব-------- বৈশাখের বর্ষার জলে ডুবে গেছে নালা ডোবা বিল ; বৃষ্টির ঝাপটায় বধুঁর দেহে নেমেছে খল্সে মাছের উচ্ছলতা ; নুতন জলে ধুয়ে মুছে সে আজ আহা কেমন অনাবিল ! মেঘলা দিনে সে ভাঙতে চায় নির্জন কামরার নিরবতা। কচুপাতায় মুক্তাবিন্দুর ফোটা ফোটা জল ঝরছে তার অমূল্য রতনের নরম দেহের শরীর ছুঁয়ে ; চোখে তার দেখি মিটি মিটি ; যেন অজস্র কোটি তারার ; ভোগা চেলেছে নতুন অঙ্কুর ; তার নরম স্নিগ্ধ ভূঁইয়ে। বিকেলের ভাতঘুমে বধুঁ আজ নিবিড় হলো মত্ততায় ; ময়ূরের মতোন পেখন মেলে বুঝালো হৃদয়ের খবর, ওদিকে গুন গুন কে গায় হায় বৃষ্টির ঝাপটায় ! তাই দেখে যে নেচে মরে, আকাশের পাড়ে ; নটবর। নতুন জলের মাছের মতোন বধুঁ আমার আজ কেমন উচ্ছল ; নতুন জলের দেহের গন্ধে আহা কী আনন্দ আর সুধা প্রবল! নিসর্গ : ঢাকা ১৬.০৫.২০১৩(সন্ধ্যা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।