আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তার, এমআর এবং ফিজিশিয়ান স্যাম্পল...

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

পাঁচ বছর ধরে এমবিবিএস পড়া শেষ করে শেষের একবছর ইন্টার্নশীপ। মুলত এসময় থেকেই একজনের ডাক্তারী জীবনের হাতেখড়ি হয়। এই ইন্টার্নশীপের একবছরে প্রতি মাসে ৫-৬ হাজার টাকা বেতন/মাসোহারা পাওয়া যায়। এর বাইরে যে আয়টুকু ডাক্তার রা করে থাকেন, তা হলো এমআর(মেডিকেল রিপ্রেজেন্টিভ) কর্তৃক প্রদত্ত ঔষধের স্যাম্পল বিক্রি। অধিকাংশ ইন্টার্নী ডাক্তারদের গভীর আগ্রহ থাকে এমআরদের দেয়া ঔষধের উপর।

প্রতিদিন কে কত টাকার স্যাম্পল সংগ্রহ করতে পারলো এবং তা বেচে কত টাকা আয় হলো সেটিও থাকে তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেক ইন্টার্নী ডাক্তারকে দেখা যায় এমআরদের থেকে চেয়ে চেয়ে স্যামপল সংগ্রহ করতে। সদ্য পাশ করা ডাক্তারদের প্রতি যেমন এমআরদের আগ্রহ থাকে, তেমনি ডাক্তাররাও এমআরদের খুব পছন্দ করে। এ সময়ে এমআর রা ডাক্তারদের ঔষধের পাশাপাশি ছোটখাটো অন্যান্য উপকরন যেমন মোবাইল ফোন বা বাসাতে ওভেন ইত্যাদি উপহার দিতে থাকে। একজন ডাক্তার যখন প্রতিষ্ঠিত হয় তখন তার উপহারের ধরন ও পাল্টাতে থাকে।

তখন তাকে গাড়ী-বাড়ী ইত্যাদি উপহার হিসেবে যেতে থাকে। এই যে ডাক্তার আর এমআরদের গভীর সম্পর্ক এর কারন কি? কারন কিছুই নয় ডাক্তার রা যেন সেই এমআর এর কোম্পানীর ঔষধ রোগীর প্রেসক্রিপশনে লিখবেন। এই কাজ টুকুর জন্য এমআর রা ডাক্তার এর প্রয়োজনীয় উপদান যোগান দিতে থাকেন এবং যোগান অনুযায়ী ডাক্তাররাও রোগীকে ঔষধ লিখে থাকেন । সে ঔষধে রোগী ভালো হোক বা না হোক ডাক্তারের বহুত ফায়দা হয়। এতো কাহিনীর মুল কথা হলো এমআর রা একটু একটু করে ডাক্তারদের লোভী করে তুলে ইন্টার্নশীপ থেকে এবং পরবর্তীতে তাদের থেকে উপহার হিসেবে গাড়ী-বাড়ী নিতেও রুচীতে বাধে না।

স্যাম্পল ঔষধ বিক্রি করা এবং উপহার হিসেবে কিছু নিয়ে তার বিনিময়ে নির্দিষ্ট কোম্পানীর ঔষধ প্রেস্ক্রাইব একজন ডাক্তারের নীতিকে কতটুকু ঠিক রাখে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.