আমাদের কথা খুঁজে নিন

   

বিদু্ৎ এবং যন্ত্রণা................



দিন যায় যন্ত্রণা বাড়ে। ২৪ ঘন্টার মধ্যে যদি আপনি ১২ ঘন্টাই বিদু্ৎ বঞ্চিত থাকেন তাহলে আমাদের অবস্থা কি তা বোদ হয় সরকারের হর্তাকর্তাগন বুঝতে পারেন না। তাদের আবাসস্থলে বিদুৎ তো যায় না। আমাদের কষ্ট তারা কি বুঝবেন। মাঝ রাতে যখন প্রচন্ড গরমে আমার বাচ্চা কেঁদে উঠে তখন তাকে থামানো/ গরম থেকে রক্ষার চেষ্টা, চোখে ঘুম, নিদ্রাহীন অবস্থায় অফিস করা.......................।

আর কত দিন চলবে, বলবেন কি ? কোন উপায় নেই? কোন উপায়? আজকাল মাঝে মাঝে দেখি পত্রিকায় ফুঁসে উঠছে জনগন........................! উঠে লাভ নেই। চুপ থাকাই আমাদের জন্য ভাল। না হলে কঠোর হবেন তারা.............. ২৪ ঘন্টা বিদুৎ পাবেন না! দয়া করে আমাদের কথা চিন্তা করুন, অন্তত রাতে ঘুমাতে দিন। স্বপ্ন না দেখে বাস্তবে কাজ করুন। নিজের আখের গোছানো রেখে জনগনের সেবা (হা হা) করুন।

না হলে আবার সুযোগ আসবে আমার, সরকার বদলে দেওয়ার মত ক্ষমতা তো আমাদের আছে, হাতিয়ার ভোট.....................! প্লিজ প্লিজ.....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।