আমাদের কথা খুঁজে নিন

   

বাঙলাদেশ

কেবল কবিতা লিখবো বলে

অজস্র মিথ্যে কথার ভেতর থেকে আমি উঠে এসেছি। বিস্তীর্ণ শশ্মাণে, শকুনীদের চিৎকারের ভেতরেও আমি কবিতা আবৃত্তি করেছি। নষ্ট পুঁজ আর রক্তের মেলামেশাতেও, আমি গোলাপ ফুটিয়েছি। আমি আমার পূর্ব পুরুষদের সমস্ত পাপ মুছে নতুন এক নবজাতক হয়ে বেড়ে উঠেছি। কুৎসিত সামরিক বাহিনীর বন্দুকের সামনে দাঁড়িয়ে আমি শ্লোগান উচ্চারণ করেছি। অতঃপর সমগ্র ধ্বংসযজ্ঞ থেকে, আমি এক ও অদ্বিতীয় হয়ে জন্মেছি। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে পরম বিশ্বাসী কণ্ঠে উচ্চারণ করেছি বাঙলাদেশ। ছায়াপথিক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।