আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লাইওভারের ওপর গুলি করে মোটর সাইকেল ছিনতাই

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রউফকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র রউফ নীলক্ষেত থেকে উত্তরায় যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন।
মহাখালী ফ্লাইওভার, ফাইল ছবি আহত রউফের বরাত দিয়ে তিনি জানান, “ফ্লাইওভারের ওপরে ওঠামাত্র একটি সাদা রংয়ের প্রাইভেট কার তার মোটর সাইকেলের সামনে এসে গতিরোধ করে। এরপর দুই যুবক প্রাইভেট কার থেকে বেরিয়ে এসে তার বাঁ পায়ে ও ডান হাতে গুলি করে এবং ডান হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।


মহাখালী ফ্লাইওভার, ফাইল ছবি
পরে পথচারীরা রউফের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে স্বজনদের খবর দিলে তারা তাকে হাসপাতালে নিয়ে যান।
এর আগে গত ২৪ জুন মহাখালী ফ্লাইওভারের ওপর থেকেই অস্ত্রের মুখে বিমানবন্দরগামী একটি প্রাইভেট কার ছিনতাই হয়।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর অালীনগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন ফিরোজ মিয়া (৩০) নামে এক পলিথিন ব্যবসায়ী। তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে সঙ্গে থাকা দশ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.