আমাদের কথা খুঁজে নিন

   

যমুনা তীর হতে- দাড়কাক....................!



কখনো বুঝিনি আমি এতকাল অন্ধকারকে একমাত্র সত্য জেনে, এতকাল বিরাট এক শুন্য জীবনের একমাত্র ফলাফল জেনে, আমি হারিয়ে গিয়েছলাম, সেই আমাকেই খুঁজে ফিরতে হবে হাজারো ঠিকানায়- স্বপ্নেও ভাবিনি, সেই তোমার কাছে আমাকে ফিরে আসতে হবে? গত শ্রাবণের পড়ন্ত বিকেলে, বিশ্বের সর্ববৃহৎ আলোক বর্তিকা কিছুটা ক্লান্ত হয়ে স্থির ভাবে যমুনা বিক্ষিপ্ত পানি গুলোকে স্পর্শ করেছিল। স্থানান্তরিত হয়েছিল স্রোত গুলো আর ভাসমান ঢেউগুলো। একের পর এক ঢেউ ছুটে যাচ্ছিল অচেনা শহরে। হালকা মৃদু মন্দ বাতাস সব মিলিয়ে অপরুপ সাজে সজ্জিত ছিল যমুনা দৃশ্য। গত দিনের মত আজ পরিচিত দৃশ্য গুলো অবকোলন করলাম, হঠাৎ হৃদায়ঙ্গে বেজে উঠে তোমার পথচলা আর হাজারো বার মোবাইলের রিংটোনের আওয়াজ।

সবকিছু হারিয়ে গেলেও স্মৃতির মণিকোঠায় যে তাজমহল গড়ে ছিলাম তা আজও নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে আছে তোমার প্রতিক্ষায়। আজ যদি তুমি পাশে থাকতে তাহলে আনন্দের মাঝে নিজেকে হারিয়ে ফেলতাম। লেখার শুরুতেই মনে হচ্ছিল যে, বেদনার নীল আকাশ আমার চারিদিকে আবদ্ধ করে রেখেছে। জানি না, আমার এই লেখাটুকু তোমার চোখের পাতায় ভেসে উঠবে কিনা? যদি কখনো ভেসে উঠে তাহলে এই রুপান্তরিত দাড়কাকের জীবন কিছুটা স্বার্থক বলে মনে হবে। চাইলে ফিরে আসতে পার যমুনার তীরে, আমি এখনো তীর্থের কাকের মত পথ চেয়ে আছি তোমার অপেক্ষায়।

আর যদি কাহারো জীবন সঙ্গী হয়ে থাক, তাহলে দুর থেকে একটি বার মোবাইলে রিং দিও। আমার ব্যবহৃত নাম্বারটি এখনো বন্ধ করিনি শুধু তোমার জন্য- অনেকে বলে, বন্ধুত্ব গড়ে তোলা আর মঙ্গলগ্রহে বনবাসে যাওয়া এর মত সৌভাগ্যবান ব্যক্তি কে বা হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।