আমাদের কথা খুঁজে নিন

   

'হাটুভাঙ্গা' নয়, ইহা 'যমুনা'

ব্লগাইতাম চাই, এই বয়সে ব্লগজীবি হইতাম চাই। সইত্য লিকুম, সইত্য কমু , বিবৃতি দিমু না :| আমি পল্‌টি-শিয়ান না, আমি ম্যাংগো-পিপলদের একজন :|
আজকে সন্ধ্যায় অফিসের নিচে রাস্তা তুমুল হট্টগোল। উকি দিলাম সংবাদ অনুসন্ধানে। ওমা অবাক ব্যপার দুইগাড়ির চালকের শার্টের কলার ধরিয়া টানাটানি। ধাম ধাম গাড়ি থেকে ক্যামেরা-মাইক্রোফোন নিয়া জনাকয়েক নামিল।

ক্যামেরা-লাইট অন হইলো। ক্যামেরাওলার চালক চিত্কার করিয়া উঠিল, "তুমি আমাকে সাইড দেও নাই, আবার আমার কলার চাপিয়া ধরিয়াছ। তোমার গাড়ি আমি সীজ করিলাম। যাহা পারো করো, যেইভাবে পার উদ্ধার করিয়া লইও"। অন্যচালক কহিলো, "তুমি যে আমাকে ঘুসি মারিতে চাহিয়াছো, তবে কলার ধরিবো না কেন?"।

বুঝেন অবস্থা!!! একটা কৌতুক মনে পড়িলো, এক বাসে দুই যাত্রী পাশাপাশি বসিয়া যাইতেছিল। গল্প জুড়িলো। ১ম: কোথায় থাকেন? ২য়: গোড়ান। ১ম: গোড়ান? কোন পাড়ায়। ২য়: পুব পাড়ায়।

আপনি কোথায় থাকেন? ১ম: আমিও গোড়ান, পুব পাড়ায়। আপনার বাসা নম্বর কত? ২য়: ১২৩, আপনার? ১ম: আমারও তো ১২৩। কয় তলায় থাকেন? ২য়: ৩লায়, বি ইউনিট। আপনি? ১ম: আরে আমিওতো বি ইউনিটে থাকি। কি মজা, একই এলাকার লোক পেয়ে ভালো লাগলো।

এই কথকোপনে পিছন থেকে এক যাত্রী বলিয়া উঠিলো, আপনারা একই বাসায়-একই ফ্ল্যাটে থাকেন, আর একে অপরকে চেনেন না। এটা কি কথা হইলো??!! ১ম যাত্রী বিরক্ত হয়ে বলিয়া উঠিলো, আরে মিয়া বাপ-বেটা একটু আলাপ করতে ছিলাম আর মাঝ থেকে আপনি ঢুকে পড়লেন?!! এই জন্যই বাংগালীর উন্নতি নাই!!!! ঐ কৌতুকের মতো গাড়িওলা-ক্যামেরাওলারা শুটিং-নিউজ করে () ফুটিলো। পাবলিক কহিলো চালু করিতেছে তো, তাই একটু আওয়াজ দিলো, পাবলিককে জানাইলো আমরা আসিতেছে। মাগনা বিজ্ঞাপন আরকি! আমি কিন্তু ভয় পাইলাম। যারা এইভাবে বিজ্ঞাপন করে তারা তো কিভাবে সত্যসংবাদের পিছনে ছুটিবে? নাকি সংবাদকে খন্ডানোর জন্যই সংবাদের ব্যবস্থা এটি? আর যদি আমার উপরের গল্প মিথ্যা প্রতিপন্ন হয়, তবে তো আরো ভয়াবহ ব্যাপার।

চ্যানেল শুরু করিবার পুর্বেইতো যমুনার ভাঙ্গন তারা দেখাইতে শুরু করিলো। সরকারি ম্যাজিস্ট্টেসী ক্ষমতা দেখাইয়া আরেকজনে গাড়ি সীজ করিয়া লইয়া গেল হাজার পাবলিকের সামনে থেকে। কোন ক্ষমতার বলে??!! আমাদের মিডিয়ার জন্যে অশনি সংকেত দেখিতে পাইতেছি!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.