আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার ইঞ্জিনিয়ার জামাই এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বউ

অল থিংগস আর ভেরিএবল অর এপারেন্টলি ভেরিএবল ,দেয়ার আর নো কন্সট্যন্ট থিংগস,

প্রথমেই আসা যাক জামাই যদি কর্পোরেট পেশার এবং বউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে কি হতে পারে...... জামাইঃ হন্তদন্ত হয়ে অফিস থেকে এসেই ....হায় হানি ...............(তারপর বলবে) খিদা লাগছে খাবার দাও। বঊঃ রিপোর্টিং ভাইরাস,at first clean ur body by using washroom জামাইঃ (খাবার টেবিলে) খাবারের ম্যানু কি? বউঃjust log in ur account by using ur user name and Pass. than click on menu bar. জামাইঃ এটা কি রান্না করছ লবণ কম হইছে তো বউঃ ওহ আমি লবনের পরিমান integer ব্যবহার করছি তো long double ব্যবহার করা উচিত ছিল। জামাইঃ তুমি যে কি কও কিছুই তো বুজি না ..যাই হোক আমি কালকে থেকে বাহিরে খামু । বউঃ তাই তো খাবা...তোমার system এ তো এখন অন্য একজন sign in করছে। যাও তার সাথে ডাটা ট্রান্সফার কর।

জামাইঃ হ ঠিক আছে.....আর তুমি বাসায় ফ্রীল্যাঞ্ছিং এর কাজ করার কথা কইয়া যে ...কার সাথে কথা কও ওইটা কী কমু......আমি কত করে কই এই সব কাজ বন্ধ কর ....আমার কি টাকা পইয়শার অভাব আছে. বউঃ তোমার ডেটাবেস এর QUERY তে দিন দিন অবিষ্বাস এর টেবিল ভারী হচ্ছে,.। জামাইঃ কি কিইলা আমি অবিষ্বাসী...তাইলে এই অবিষ্বাসীর লগে ঘর না করলা। বউঃ আচ্ছা আচ্ছা আমি log out করলাম তোমার লাইফ থেকে। এবার আসা যাক জামাই যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়. সফটওয়্যার ইনজিনিয়ার জামাই- হাই ডিয়ার, আই এম লগড ইন! সফটওয়্যার ইনজিনিয়ারের বউ - নাস্তা-টাস্তা কিছু দিবো? সফটওয়্যার ইনজিনিয়ার জামাই - হার্ডডিস্ক ফুল। বউ - আমার শাড়ী কিনে আনছো? জামাই - ব্যাড কমান্ড অর ফাইল নেইম! বউ - কিন্তু তোমাকে সকালেই এই ব্যাপারে আমি কইছি।

জামাই - erroneous syntax, এবোর্ট, রিট্রাই, ক্যান্সেল... বউ - হায় খোদা, কার লগে সংসার করিরে! এ্যাই তোমার বেতনের টেকা কই? জামাই - ফাইল ইন ইউজ, রিড অনলি, try after some time. বউ - ক্রেডিট কার্ড না কি কার্ড বানাইছো, ঐটা দেও শপিংএ যামু। জামাই - শেয়ারিং ভায়োলেশন, একসেস ডিনাইড। বউ - তোমারে বিয়া করাটাই আমার জীবনের ভুল হইছে। জামাই - ডাটা টাইপ মিসম্যাচ। বউ - তুমি একটা ইউছলেছ, অপদার্থ।

জামাই - বাই ডিফল্ট! বউ - এই সকাল বেলা দেখলাম বাসার একটু সামনে থিকা তুমার রিক্সায় আরেকজন উঠলো। যামানাডাই, এমুন ছেড়া-না-ছেড়ি বুঝোন গেলোনা। কেডা ঐডা? জিগাই। জামাই - সিস্টেম আনস্ট্যাবল, প্রেস ctrl+alt+del টু Reboot. বউ - কথা কইলেই রিবুত-খিবুত...আজকা কইতেই হইবো, তুমার আর তুমার রিসিপশনিস্ট ছেমড়িটার লগে সম্পর্কটা কী? জামাই - দ্য অনলি ইউজার উইথ write permission. বউ - আমার এই জীবনে কী মূল্যটা পেলাম তুমার কাছে?! জামাই - unknown ভাইরাস ডিটেকটেড। বউ - তুমি কারে ভালোবাসো, আমারে না এই লেপটপডারে, সত্য কইরা কও।

জামাই - ইয়ে মানে,মানে, Too many প্যারামিটারস... বউ - আমি বাপের বাড়ি যামুগা। জামাই - প্রোগ্রাম পারফরমড illegal operation, ইট উইল Close. বউ - আজীবনে লাইগা যামুগা। জামাই - ক্লোজ অল programs এন্ড লগ আউট ফর এনাদার ইউজার। বউ - তুমার লগে কথা কওয়া আর পানির লগে কথা কওয়া সমান। জামাই - শাট ডাউন দা কম্পিউটার।

বউ - আমি গেলাম, গুডবাই ফরএভার। জামাই - ইট ইস নাও সেইফ টু turn off your কম্পিউটার! দুই number কাহিনীটা dedicated to মারুফ ভাই এই বার আমাদের টপিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার জামাই এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বউ তাইলে কি হবে জামাইঃ ?????????????????????????????????????? বউঃ???????????????????????????????????? তাহারা তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ কথা বলতেছে তো তাই আমরা কিছু বুজতেছি না. সর্বশেসে তাহারা বলিবে জামাইঃ i love u as like as my soft. loves my pc বউঃ i also love you as like as my soft app. loves my iphone. দুইজনাই প্রোগ হইলে আবার এ রকমও হতে পারে "ম্যাডাম আম এডাম" টাইপ (palindrome আর কি) তাই শিডিউলিং করতে হবে যাতে ডেডলক না হয়! আসলেই এ সবি কল্পনা বাস্তবে নাও ঘটতে পারে...... মানুষের দাম্পত্য জীবন অনেক ভাবেই হতে পারে সুখী দাম্পত্য জীবন পেশার উপর নির্ভর করে না সবি দুজনের মানসিকতার উপর নির্ভর করে শেয়ারিং কেয়ারিং লাভ অল মেইক্স গুড রিলেশনশিপ। । (বানান ভুল হলে নিজগুণে ক্ষমা করবেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.