আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার ইনজিনিয়ারের বউ এবং সফটওয়্যার ইনজিনিয়ার সাহেব!

শুধুই দেখি...

সফটওয়্যার ইনজিনিয়ার জামাই- হাই ডিয়ার, আই এম লগড ইন! সফটওয়্যার ইনজিনিয়ারের বউ - নাস্তা-টাস্তা কিছু দিবো? সফটওয়্যার ইনজিনিয়ার জামাই - হার্ডডিস্ক ফুল। বউ - আমার শাড়ী কিনে আনছো? জামাই - ব্যাড কমান্ড অর ফাইল নেইম! বউ - কিন্তু তোমাকে সকালেই এই ব্যাপারে আমি কইছি। জামাই - erroneous syntax, এবোর্ট, রিট্রাই, ক্যান্সেল... বউ - হায় খোদা, কার লগে সংসার করিরে! এ্যাই তোমার বেতনের টেকা কই? জামাই - ফাইল ইন ইউজ, রিড অনলি, try after some time. বউ - ক্রেডিট কার্ড না কি কার্ড বানাইছো, ঐটা দেও শপিংএ যামু। জামাই - শেয়ারিং ভায়োলেশন, একসেস ডিনাইড। বউ - তোমারে বিয়া করাটাই আমার জীবনের ভুল হইছে।

জামাই - ডাটা টাইপ মিসম্যাচ। বউ - তুমি একটা ইউছলেছ, অপদার্থ। জামাই - বাই ডিফল্ট! বউ - এই সকাল বেলা দেখলাম বাসার একটু সামনে থিকা তুমার রিক্সায় আরেকজন উঠলো। যামানাডাই, এমুন ছেড়া-না-ছেড়ি বুঝোন গেলোনা। কেডা ঐডা? জিগাই।

জামাই - সিস্টেম আনস্ট্যাবল, প্রেস ctrl+alt+del টু Reboot. বউ - কথা কইলেই রিবুত-খিবুত...আজকা কইতেই হইবো, তুমার আর তুমার রিসিপশনিস্ট ছেমড়িটার লগে সম্পর্কটা কী? জামাই - দ্য অনলি ইউজার উইথ write permission. বউ - আমার এই জীবনে কী মূল্যটা পেলাম তুমার কাছে?! জামাই - unknown ভাইরাস ডিটেকটেড। বউ - তুমি কারে ভালোবাসো, আমারে না এই লেপটপডারে, সত্য কইরা কও। জামাই - ইয়ে মানে,মানে, Too many প্যারামিটারস... বউ - আমি বাপের বাড়ি যামুগা। জামাই - প্রোগ্রাম পারফরমড illegal operation, ইট উইল Close. বউ - আজীবনে লাইগা যামুগা। জামাই - ক্লোজ অল programs এন্ড লগ আউট ফর এনাদার ইউজার।

বউ - তুমার লগে কথা কওয়া আর পানির লগে কথা কওয়া সমান। জামাই - শাট ডাউন দা কম্পিউটার। বউ - আমি গেলাম, গুডবাই ফরএভার। জামাই - ইট ইস নাও সেইফ টু turn off your কম্পিউটার! . . . . . . অ.ট. আজ এইরকম একটা তারিখে ২০০৮ সালে, আমার আর আমার বউয়ের বিবাহ হইয়াছিলো। আমাদের জন্য এবং আমাদের কন্যার জন্য, খাছদিলে দুয়া করিবেন।

ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.