আমাদের কথা খুঁজে নিন

   

গৃহবন্দী থাকতে হচ্ছে মোবারককে

বন্দীদশা শেষ হচ্ছে না মিশরের সাবেক প্রেসিডেন্ট হুসনি মোবারকের। আজ বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পাওয়ার পর জরুরি আইনের আওতায় তাকে গৃহবন্দী করা হচ্ছে।

গতকাল বুধবার দেশটির এক ফৌজদারি আদালত তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় তাকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়। একইদিন প্রধানমন্ত্রী হাজেম এল বেবলাবির কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জরুরি আইনের আওতায় হুসনি মোবারককে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন সামরিক কর্তৃপক্ষ।

তবে মোববারকের পক্ষে দেয়া আদালতের রায়ে কোন পরিবর্তন হচ্ছে না। মিশরের সরকারি প্রসিকিউটর আহমেদ এল বাহরাবির উদ্ধৃতি দিয়ে রয়টার জানায়, এই রায় চূড়ান্ত এবং সরকার এর বিরুদ্ধে আপিল করবে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.