আমাদের কথা খুঁজে নিন

   

আবার স্কুলে পড়িতে মন চায়।কত্তো ঈদের ছুটি আসিতেছে।


আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ... আমি ইস্কুলে পড়ি। ঈদ সে কবে হবে? সবে মাত্র তো রোজা শুরু হ্ইল। কিন্তু দেশের বর্তমান সরকার আমাদের আগেই ঈদের আনন্দ দিতে পারায় ধন্যবাদ। ধন্যবাদ সরকারকে।

দেশে বিদু্ত নাই সে জন্য কোনো আফসোস নাই । আমাদের অনেক ছুটি দিয়া আমাদের মনতো খুশি কইরা দিছে!! বাহ গুড গর্ভনমেন্ট! সরকার ১৪ আগস্ট থেকেই বন্ধ করছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এবার ছুটির মজা নেবো। দোয়া কইরেন এবার যেনো স্কুল না যাওয়ার দিনগুলোতে সরকারকে অপবাদ না দিই। এই সরকার শিক্ষার্থী বান্ধব! প্রশ্ন আউট হোক, প্রশ্নে ভুল থাক বা দেশের যাবতীয় সমস্যায় থাকনা কেনো ছুটি পাওয়াটাই মুখ্য।

ঈশ, শিশু হইতে মুঞ্চায়! আবার স্কুলে যেতে মুঞ্চায়! সরকারের এতো শুভবুদ্ধি( নাকি অন্যদিকে মন খুশ করাতে) কেনো যে বলেনা বড়োদেরও ১ মাস ছুটি। সবাই আগে থেকেই ঈদ পালন করুন । এই সুযোগে আমরা দেশের বিদু্যত সমস্যা ঠিক করে নিই। আসলে এই ভাবনা শিশুতোষ। শিশুদের জন্য(সরকার) হ্যাঁ বলুন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.