আমাদের কথা খুঁজে নিন

   

তুমিও রয়ে গেলে...

প্রিয় মাধবীলতা...

নতুন কোনো কবিতা নয় গল্পও নয় তোমার জন্য যে নাটক তোমায় আবিষ্কার করেছিল আমার কাছে সেরকম নাটক লেখারও ইচ্ছা নেই আজ তবে তুমি থাকবে বুড়ো বয়সে লেখা আত্মজীবনীর সাদা পৃষ্ঠায়। তোমার গল্প বলা আমায় ভাবাবে তোমার সাবলীল অভিনয় আমায় মনে করিয়ে দিবে কতটা নাট্যপাগল ছিলাম আমি মনে হবে আবার ফিরে যাই ঐ রঙ্গিন মঞ্চে সময় খুব নিষ্ঠুর অভিনেতা আর নাটক তো জীবনেরই গল্প। তুমি কে ছিলে কেনই বা তোমায় নিয়ে লেখা মনে পড়েছে, এক কিশোর কাঙ্গালের অনুভূতি তুমি বড় আজব সেই অনুভূতি তবে কি ভোলা গেল না তোমায় তুমিও রয়ে গেলে মাধবের ইতিহাসের সাক্ষী হয়ে। ১১।০৮।২০১০ © ফয়সাল বিন হাফিজ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।