আমাদের কথা খুঁজে নিন

   

zend studio তে server setup



এতো দিন plain text এই php লিখতাম। wamp use করতাম সার্ভার হিসেবে। কয়দিন আগে IDE ব্যবহার করার ইচ্ছা হয়। তাই zend studio নামালাম। সাথে zend server ও নামিয়ে নেই।

কিন্তু,zend studio install এর পর wamp server অনলাইন হচ্ছে না। phpmyadmin ও খুলে না। phpmyadmin ছাড়া database manage করা টা আমার জন্য কষ্টকর। এখন,আমি চাচ্ছি,zend studio দিয়ে code লিখবো কিন্তু সেটা wamp এর directory তে থাকবে। এবং phpmyadmin ও ব্যবহার করবো।

কি করি এখন???? ***zend server ব্যবহার করলে কি কোনো আলাদা সুবিধা পাওয়া যাবে?zend server কোথায় ব্যবহার করা হয়??? কেউ জানলে দয়া করে জানাবেন আশা করছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।