আমাদের কথা খুঁজে নিন

   

Zend Certified হইতে মুঞ্চায়

I realized it doesn't really matter whether I exist or not. শখটা অবশ্য নতুন না। পিএইচপি (অ্যারাবিয়ান হর্স সুপার না কিন্তু ) শেখার ইচ্ছা অনেকদিনের। কিছু টিউটোরিয়াল জোগাড় করেছি অনেকদিন হয়েছে যেখান থেকে বেসিকগুলো বেশ ভালোভাবেই শিখে নেয়া সম্ভব। অবশ্য আমার কখনোই মনে হয়নি প্রোগ্রামিং আমার সামনা-সামনি টিচার ছাড়া শেখা সম্ভব হবে। তবুও ইচ্ছেটা একটু বেশিই হয়ে গেছে তাই প্রেশার দিয়ে উপায় বের করে নেয়ার চেষ্টা করছি আর কি।

তয় এখন মনে হইতেছে কেবল শিখলে চলবো না সঙ্গে জেন্ড সার্টিফিকেট পাইলে ভালোই হইতো। যদিও এইটা চরম দুঃস্বপ্ন। জেন্ড সার্টিফিকেট আর আমি? কৈ আইয়ুব খান আর কৈ খিলি পান। তাও স্বপ্ন দেখতে মুঞ্চায়। স্বপ্ন ঘুমাইয়া ঘুমাইয়া দেখে কি না! কেউ সাহস টাহস দেন একটু।

পিএইচপিটা যেন বাংলা টাইপিং-এর মতোই সহজ হইয়া যায়। আর কিছু টিপস টুপস থাকলে সাদরে গ্রহণ করা হইবে। বাই দ্য ওয়ে, বেসিকগুলো শেখার জন্য আপাতত টিউটোরিয়ালের উপরই নির্ভর করছি। টিচারের নাম লিন্ডা ভাই। জাস্ট ইন কেইস ইউ ওয়ানা নো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।