আমাদের কথা খুঁজে নিন

   

রমজানের রহমত বরকত নিয়ে কিছু কথা, কিছু বাস্তবতা কিংবা কিছু উপদেশ অনুরুধ

ধুমপানে বিষপান
অনেক দেশেই রমজান শুরু হয়ে গেছে। শান্তির মাস, রহমতের মাস, বরকতের মাস। যদিও বাংলাদেশের রাস্তাঘাট হাটবাজারে এই রমজানে শান্তি রহমত বরকতের চেয়ে অশান্তিই বেশি দেখা যায়। দুপুর হতে না হতেই সবার মেজাজ চরম খারাপ হতে থাকে, আর এর প্রভাবে রাস্তা ঘাটে হরহামেশাই জ্বলে উঠে অশান্তির দাবানল। হাটবাজারে রহমতের পরিবর্তে আল্লাহর গজব নেমে আসে প্রতিনিয়ত, যার ফলশ্রুতিতে নিম্ন আয়ের মানুষ জর্জরিত হয় সবচেয়ে বেশি।

অফিস আদালতে সবাই রোজা রেখে আল্লাহর এমনই পেয়ারের বান্দা বনে যায় যেন তাদের কাজ কামও স্বয়ং আল্লাহ নেমে এসে সম্পাদন করে দিবেন। কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। রোজা রাখার স্বাস্থ্যগত অনেক উপকারিতার কথা শুনা যায়, যদিও সবকিছুর মূলে বিশ্বাষ। উপকারিতার চেয়ে অপকারিতা বেশি, নাকি অপকারিতার চেয়ে উপকারিতা বেশি, সেটা হয়ত অনেক বড় বিতর্কের বিষয়। বিশ্বাষের সাথে সাথে অন্তত কিছুটা বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিন, স্বাস্থ্যগত কিছু ব্যপারে ডাক্তারের কোন পরামর্শ থাকলে শুধু আল্লাহর নামে অস্র ছাড়া যুদ্ধে নামা থেকে বিরত থাকুন।

সবচেয়ে বেশি নজর দিন গর্ভবতী মহিলাদের দিকে, রোজা রাখার ফলে গর্ভবতী মায়েরা তাদের ভবিষ্যত সন্তানদের জন্য ভয়াভহ বিপদ ডেকে আনতে পারেন। গবেষনায় গর্ভবতী মায়েদের উপর রোজার ক্ষতিকর প্রভাব সম্বন্ধে কিছু ধারনা ইতিমধ্যে জানা গেছে। তাই আপনার আশেপাশে কোন গর্ভবতী মহিলাকে রোজা রাখার ব্যপারে বারন করুন। আমাদের সকলের সচেতনতা আর বাস্তব উপলব্ধিই কেবল আমাদের আগামী দিনের শান্তির বারতা নিয়ে আসতে পারে, শয়তানকে একমাস কেন সারা বছর বন্দী করে রেখেও যেটা কোনদিনই সম্ভব নয়। জগতের সকল প্রানী সুখি হোক
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।