আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যান্ডকে চাপে রেখেছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টটা অত্যন্ত ধীরগতিতে শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার, ব্রুস মার্টিনের দারুণ বোলিংয়ে রানের চাকা ঘুরাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের। প্রথম দিনের খেলা শেষে স্কোরবোর্ডে মাত্র ১৬০ রান জমা করতে পেরেছে ইংল্যান্ড। অন্যদিকে চার উইকেট তুলে নিয়ে কুক বাহিনীকে বেশ ভালোই চাপের মধ্যে রেখেছে সফরকারী নিউজিল্যান্ড।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব ধীরগতিতে করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালিস্টার কুক ও নিক কম্পটন।

উদ্বোধনী জুটিতে ২২ ওভার ব্যাট করে তাঁরা সংগ্রহ করেছিলেন ৪৩ রান। ২৩তম ওভারের প্রথম বলে ইংলিশ শিবিরে প্রথম আঘাতটি হানেন বাঁহাতি স্পিনার ব্রুস মার্টিন। ১৬ রান করে ফিরে যান কম্পটন। ৩৫তম ওভারে অধিনায়ক অ্যালিস্টার কুকের উইকেটও তুলে নেন ট্রেন্ট বোল্ট। ১১৫ বলে ৩২ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ফিরে যান কুক।

তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে আবার বেশ কিছুক্ষণ উইকেটে ছিলেন জনাথন ট্রট ও ইয়ান বেল। দলীয় ১১২ রানের মাথায় ইংলিশ শিবিরে আবারও আঘাত হানেন বোল্ট। এবার তাঁর শিকারে পরিণত হন জনাথন ট্রট। ৩৯ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান। দিনের একেবারে শেষপর্যায়ে ইয়ান বেলকেও সাজঘরমুখী করে ইংল্যান্ডকে কিছুটা চাপের মুখেই ফেলে দিয়েছেন কিউই পেসার নেইল ওয়াগনার।

১৩৩ বলে ৩১ রান করে ফিরে গেছেন বেল। দিনশেষে ২৫ রান করে অপরাজিত আছেন জো রুট।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.