আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যান্ডকে লজ্জায় ডোবাল অস্ট্রেলিয়া

ইতিহাসের পাতায় নাম লেখালেন মাইকেল ক্লার্ক। ব্যক্তিগত কোনো মাইলফলক গড়ে নয়, অ্যাসেজে ইংল্যান্ডকে আরও একবার হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে। ইংলিশদের হোয়াইটওয়াশ করে ক্লার্ক নাম লিখিয়েছেন ওয়ারউইক আমস্ট্রং ও রিকি পন্টিংয়ের পাশে। সিডনিতে অ্যাসেজের সর্বশেষ টেস্ট অস্ট্রেলিয়া জিতে নেয় ২৮১ রানের বিরাট ব্যবধানে এবং ম্যাচটির স্থায়ীত্ব ছিল মাত্র তিনদিন।

১৮৭৭ সাল থেকে দুই দল পরস্পরে প্রতিপক্ষ।

দুই দল পরস্পরের বিপক্ষে সিরিজ খেলেছে এখন পর্যন্ত ৭৯টি। এর মধ্যে অস্ট্রেলিয়া তিন তিনবার হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ডকে। অথচ ইংলিশরা একবারও হোয়াইটওয়াশ করতে পারেনি অসিদের। অস্ট্রেলিয়া আমস্ট্রংয়ের নেতৃত্বে ১৯২০-২১ সালে প্রথম হোয়াইটওয়াশ করেছিল ইংলিশদের। এরপর দীর্ঘ ৮৬ বছর পার হওয়ার পর ২০০৬-০৭ সালে পন্টিংয়ের নেতৃত্বে হোয়াইটওয়াশ করে আবারও।

আগের তিনটি অ্যাসেজ হারানোর পর সেটা পুনরুদ্ধার করেছে ক্লার্কবাহিনী হোয়াইটওয়াশ করে। হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর থেকে তিন নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

সিডনি টেস্টকে নামকরণ করা হয়েছিল পিংক টেস্ট নামে। ব্রেস্ট ক্যান্সারের জন্য কয়েকবছর ধরে একটি ফাউন্ডেশন গড়ে কাজ করে যাচ্ছেন গ্লেন ম্যাকগ্রা।

তাকে সমর্থন দিতেই এই টেস্টের নামকরণ করা হয় পিংক টেস্ট নামে। টেস্টে অসিরা জয় পায় ২৮১ রানে। অসিদের ছুড়ে দেওয়া ৪৪৮ রানের টার্গেটে খেলতে নেমে রায়ান হ্যারিস ও মিচেল জনসনের বোলিং তোপে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ইংলিশরা। চা বিরতির পর ৫২ মিনিটে হারায় শেষ ৭ উইকেট। অলআউট হয় ১৬৬ রানে।

ম্যাচ সেরা হ্যারিস ২৫ রানে নেন ৫ উইকেট। সিরিজ সেরা জনসন নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৫ টেস্ট অ্যাসেজে ১৩.৯৭ গড়ে জনসন উইকেট নিয়েছেন ৩৭টি। ১৬৬ রানে অলআউট পুরো সিরিজে ষষ্ঠবার দ্বিশতকের নিচে আউট হওয়াররেকর্ড ইংল্যান্ডের।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩২৬ রান করেছিল স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে।

১১৫ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। জবাবে হ্যারিস, জনসন ও পিটার সিডলের বিধ্বংসী বোলিংয়ে ১৫৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ১৭১ রানে এগিয়ে থেকে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে রজার্সের সেঞ্চুরিতে ২৭৬ রান করে। সিরিজে রজার্সের এটা তৃতীয় সেঞ্চুরি। রজার্স করেন ১১৯ রান।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.