আমাদের কথা খুঁজে নিন

   

স্বাস্থ্য ক্যাডারে বিসিএস

আমি বিদ্রোহী

স্বাস্থ্য ক্যাডারে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দাবি রিবেল মনোয়ার অবিলম্বে স্বাস্থ্য ক্যাডারে ২৮তম বিসিএস পরীক্ষায় নিয়োগের দাবী জানিয়েছে উত্তীর্ণরা। স্বাস্থ্য ক্যাডার পদে নিয়োগের দাবিতে ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত তাদের নিয়োগের ব্যাপারে কোন সরকারী আশ্বাস পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ২৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. রেজাউল ইসলাম রুবেল। সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা.লিমন, ডা.জিয়া, ডা. রেজা প্রমূখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের বঞ্চিত করে সরকার এডহকের ভিত্তিতে ৩ হাজার ৫৫১ জন চিকিৎসক নিয়োগ দিয়েছে। আরো ৫৮২ জন চিকিৎসক এডহক ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া চলছে। অথচ ৪৮৫জন চিকিৎসক বিসিএস পরীক্ষায় পাশ করেও নিয়োগ পাচ্ছে না। সংবাদ সম্মেলনে আগামি ৭২ঘন্টার মধ্যে স্বাস্থ্য ক্যাডার পদে নিয়োগের সুপারিশের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে তারা স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।