আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি পিএইচপি এক্সপার্ট হতে চান?

আমি মানুষ ! অতি সধারণ একজন মানুষ। সবসময় নিজের ইচ্ছাকে প্রাধান্য দেই, যখন যা ইচ্ছে হয় তাই নিয়েই ব্যস্ত রাখি নিজেকে। নিজেকে একজন ব্লগার হিসেবে দেখার ইচ্ছে, এখনো নিজেকে ব্লগার বলে দাবি করার মতো কিছুই করতে পারিনি। টেকনোলজির ব্যবহার করে না বা জানে না, এমন মানুষ খুজে পাওয়ার দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয়, তো আপনি কি করবেন? নিশ্চয় মনে মনে বলবেন, পাগলের হাতে পড়েছেন! কিন্তু এই টেকনোলজির সঠিক ব্যবহার কয় জনে জানেন, কখনো কি ভেবে দেখেছেন? বর্তমানে অনেকেই ঘরে বসে আউটসোর্সিং করছে, কিন্তু তারা কিভাবে করছে? এটা কিন্তু কেউ ভেবে দেখেন না। কিন্তু অবাক করার বিষয়, সবার মত আপনিও কিন্তু ঘরে বসেই বিশ্বের ধনি দেশের ক্লায়েন্টের কাজ করতে।

কি হাসি পাচ্ছে? আউটসোর্সিং মার্কেটে ওয়েব ডেভলপিং এর অনেক ডিম্যান্ড আছে। এক জন ভালো মানের ওয়েব ডেভলপারকে কখনো কাজের জন্য বসে থাকতে হয় না, বা কাজ খোজা লাগে না। আর ভালো মানের এক জন ওয়েব ডেভলপার হতে হলে ওয়েব প্রোগ্রামিং এ বেশ ভালো দক্ষতা থাকা দরকার, যা খুবই সহজ। পিএইচপি, এমনি একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। কিন্তু আমরা কয় জন আছি এই পিএইচপি এক্সপার্ট? সারাদিন কত সাইট তো ভিজিট করেন, কখনো কি ভেবেছেন, এই সাইট কি ভাবে বানানো হইছে? আমাদের দেশে যে পরিমানে তরুন মেধাবী আছে, তা পৃথিবীর অন্য কোন দেশে আছে কি না, আমার জানা নাই।

সময়ের খেলাই আজ আমি প্রবাসী, কিন্তু যেখানেই যাই না কেন, সব খানেই বাংলাদেশীদের অবদান দেখতে পাই। এখন কথা হচ্ছে সবাই পারলে, আপনি - আমি কেন পারবো না? আপনার আমার মতন সবার উপকারে জন্য ওয়ার্ডপ্রেস গ্রুপ বাংলাদেশ , একটি প্রোজেক্ট হাতে নিয়েছে, যা পিএইচপি বিষয়ক। আপনি চাইলে এই প্রোজেক্টে অংশ নিতে পারেন, যেখান থেকে আপনি দুইটা সুবিধা পাবেন, এক নিজেকে এক জন পিএইচপি এক্সপার্ট বানাতে পারবেন, আর অন্যদের কে এক্সপার্ট হতে সাহায্য করবেন, আপনার নিজের এবং দেশের মানুষের তথা দেশের জন্য অনেক বড় অবদান বলা যায়। আর এই মহান কাজ করার জন্য আপনার কোন খরচ হবে না, শুধু দরকার হবে আপনার ইচ্ছা আর একটু সময়। আপনিও হতে পারেন, এই প্রোজেক্টের এক জন গর্বিত সদস্য।

এই প্রোজেক্ট সম্পর্কে কিছু তথ্য নিচে দিলামঃ ## 30K PHP Project গ্রুপ কি নিয়ে কাজ করছে?, আর ওদের উদ্যশ্য বা কি ? কি হবে এসব করে ? PHP(পিএইচপি) প্রোগ্রামিং ভাষা শিক্ষা নিয়ে ৫০০০ পাতার একটি বই তৈরি করার জন্যে কাজ করছে । ওদের উদ্দেশ্য হল বিশ্বের প্রথম PHP(পিএইচপি) এর গবেষণা কেন্দ্র তৈরি এবং এমন একটা বই হচ্ছে যাতে কিনা ৩০ কে প্রশ্ন ও এর সমাধান । এসব করে আমার মত দরিদ্র ও PHP(পিএইচপি) প্রোগ্রামিং ভাষা শিক্ষার জন্যে অদম্য আগ্রহী পাবে PHP(পিএইচপি) প্রোগ্রামিং ভাষা শিক্ষার জন্যে সুযোগ , এবং এই (30K PHP Project) গ্রুপ এ সবাই যারা বিভিন্য দায়িত্বে আছেন তারা সবাই বিনা বেতনে ও বিনা স্বার্থে কাজ করছেন। আল্লাহ্‌ যেন এই(30K PHP Project) গ্রুপ এর বিনা স্বার্থে কাজ করা মানুষ গুলোকে কবুল করেন, আমীন ## (30K PHP Project) গ্রুপ এর ভলান্টিয়ার হতে হলে আমার কি PHP(পিএইচপি) এর জ্ঞান থাকা জরুরি ? না আপানর সময়টা খুব জরুরি, মানে আপনাকে সময় দিতে হবে যেন আপনি নিজেকে PHP(পিএইচপি)তে দক্ষ করে তুলতে পারেন । ## (30K PHP Project) গ্রুপ এর ভলান্টিয়ার হতে হলে আমার কি কি লাগবে ? আপনার মূল্যবান সময় এবং PHP(পিএইচপি) এর উপর দক্ষ হবার আপনার সদ ইচ্ছা ।

## (30K PHP Project)এর ভলান্টিয়ার এর কাজ কি ? ভলান্টিয়ার-গন (30K PHP Project) গ্রুপ এর পক্ষ থেকে ভাগ করে দেয়ে PHP(পিএইচপি) এর বিভিন্য বিষয় নিয়ে, গ্রুপ এর পক্ষ থেকে দেয়ে বিভিন্য লিংক যা কিনা PHP(পিএইচপি) শিক্ষা বিষয়ক অনুচ্ছেদের উপর অনুশীলন করে, তাঁদের পক্ষ থেকে আসা বিভিন্য প্রশ্ন নিজের DOC(ডক) ফাইলে লিখে রাখবেন । ## আমি প্রশ্ন করবো কোথা থেকে ? গ্রুপ এ আপনাকে অননুশীলন করার জন্যে লিংক দেয়া হবে ## আমি কি কাজ করবো এখন ? আপনাকে তালিকা অনুযায়ী বিভিন্য বিষয় এ কাজের জন্যে অবহিত করা হবে। ## আমার সময় খুবই কম আমি কি গ্রুপ এ আসতে পারবো ? এখানে তো শুধু কাজের জন্যে গ্রুপ খুলা হয়েছে, আমাদের দরকার হল , গ্রুপ এর জন্যে যে কোন কাজ করা যাবে ও পর্যাপ্ত সময় দিতে পারবেন এমন মানুষ, তো আপনাকে এই গ্রুপ এ না আসলেও চলবে । [ এখন ও অনেক ভলেন্টিয়ার বাকি আছে.....আপনি যদি ভলেন্টিয়ার এর কাজ করতে চান,তাহলে এই গ্রুপ এ জয়েন করুনঃhttps://www.facebook.com/groups/306744469457791 ] ================================== 30K PHP Project php make me rock A project Of Wordpress Group bangladesh : Project that can make me Freedom Wordpress bangladesh Group Link: Click This Link ================================== আপনি কি ভাবছেন জানি না, বা আমি বোঝাতে পেরেছি কি না, তাও জানি না, তবে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ঠকবেন না। তো দেরি না করে দেশের প্রতি দায়িবদ্ধতা থেকে হলে এই প্রোজেক্টে অংশ নেবার আহ্বান রইলো।

মনে রাখবেন এই প্রোজেক্টে কাজ করার জন্য আপনাকে পিএইচপি এক্সপার্ট হওয়া লাগবে না। তো দেরি না করে হয়ে যান একটি নতুন ইতিহাসের সাক্ষী। প্রোজেক্ট লিংকঃ ক্লিক হিয়ার বিঃদ্রঃ বাঙ্গালী হিসাবে আমাদের একটা বিশেষ গুন আছে, আর তা হলো পরনিন্দা। আশা করি এই পরনিন্দা চর্চা ছেড়ে দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন। আর যারা করছে তাদের উৎসাহ দিবেন।

ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।