আমাদের কথা খুঁজে নিন

   

পিএইচপি শেখার সহজ উপায়।

ওয়েব ডেভলপমেন্টের ক্ষেত্রে পিএইচপি ল্যাঙ্গুয়েজ এর বিকল্প আমার কাছে নেই। আর আগেই বলে নিই PHP তেমন জটিল বা কঠিন কিছু না, একটু ভাল করে চেষ্টা করলেই শিখে ফেলা সম্ভব। তাহলে চলুন আমরা শুরু করি। পি এইচপি কি ? PHP হল এক ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এর মানে হল- Hypertext Preprocessor. এটি একটি ওপেন সোর্স Scripting Language।

পিএইচপি কি করতে পারে ? পিএইচপি ডায়নামিক ওয়েব পেজ কন্টেন্ট ডেভেলপ করতে পারে। পিএইচপি সার্ভার এর মধ্যে ফাইলস create, open, read, write, and close করতে পারে। পিএইচপি ফ্রম থেকে ডাটা কালেক্ট করতে পারে। পিএইচপি cookies send and receive করতে পারে। Cookies কি, সেটা নিয়ে পরে আলোচনা করব।

পিএইচপি ডাটাবেস থেকে ডাটা এড , ডিলেট , মুডইফাই করতে পারে। পিএইচপি ইউজার এক্সেক্স restrict করতে পারে য কোন ওয়েব সাইট এর জন্নে। এটা ডাটা encrypt করতে পারে। এমন কি পিএইচপি দিয়ে আপনে ওয়েব বেজ সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন। অনেক কিছুই সম্ভব যদি পিএইচপি ভাল ভাবে জানেন।

PHP কেন ? পিএইচপি ডিফারেন্ট প্লাটফর্ম এ কাজ করে (Windows, Linux, Unix, Mac OS X, etc.)। বিশাল ডাটাবেস support করে। পিএইচপি ফ্রী। এটা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারেন http://www.php.net। এটা শিখতে সহজ এবং সার্ভার সাইড এ দক্ষ ভাবে কাজ করে।

আর এ জন্নেই পিএইচপি। পিএইচপি শিখতে যা যা সফটওয়্যার প্রয়োজন হবে ঃ ১। বেসিক এইচটিএমএল এডিটর। বাকিটুকু পড়ুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।