আমাদের কথা খুঁজে নিন

   

পিএইচপি ফাংশন: date()

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

তারিখ প্রদর্শনের জন্য পিএইচপি এর নিজস্ব একটি ফাংশন রয়েছে। এখানে তার কিছু ব্যবহার দেখবো- বর্তমান তারিখ প্রদর্শনের জন্য: date(‘Y-m-d’); এখানে Y = চার ডিজিটে সাল প্রদর্শিত হবে। যেমন- 2009 y = দুই ডিজিটে সাল প্রদর্শিত হবে। যেমন - 09 M = মাসের প্রথম তিন অক্ষর প্রদর্শিত হবে। যেমন - Dec m = মাসের ক্রমিক প্রদর্শিত হবে। যেমন - 12 D = মাসের তারিখের বারের প্রথম তিন অক্ষর প্রদর্শিত হবে। যেমন - Sun d = মাসের তারিখ প্রদর্শিত হবে। যেমন- 31 বর্তমান সময় সহ তারিখ প্রদর্শন করতে চাইলে নিচের কোডটি ব্যবহার করুন date("Y-m-d H:i:s"); এখানে h ঘন্টা দেখানোর জন্য i মিনিট দেখানোর জন্য s সেকেন্ড দেখানোর জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।