আমাদের কথা খুঁজে নিন

   

নিজস্ব চিতাবাড়ি



চিনে নিও আমাদের নিজস্ব চিতাবাড়ি। অর্জন ও মূর্চ্ছনার গান গেয়ে যারা পার হয় বৈধ নদীর ঢেউ ,তাদের দ্রোহসুর। অধুনালুপ্ত ছায়ার কাছে এরপর রেখে যেয়ো নিজের ছায়া। দেখে নিও এই ছায়া একদিন জললগ্ন হয়ে ফের প্রাণ পাবে নৃত্যনগরে। সংবৃত সাধনায় যে পাখি ডানা মেলে সাগর সন্ধানে, তার কোনো ভয় থাকে না। হয়তো তার জয় বন্দনায় মেতে উঠবে আকাশ, না হয় রেশমী সুতোয় বাঁধা পড়ে যাবে তার স্মৃতি ! চিত্রধ্যানে আবার খুঁজে নিও চিতাচিহ্ন। ভিন্ন বৃহস্পতির গায়ে পাখি উড়ে গেলে তার পালক যেমন পড়ে থাকে ডানে- বায়ে। ছবি - লা গ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।