আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাই অপরাধ-জগতের দিকে সন্দেহের তীর

বৃহস্পতিবার এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দিল্লির পুলিশ প্রধান নিরাজ কুমার বলেন, “আমাদের কাছে তথ্য ছিল মুম্বাইয়ের অপরাধ-জগৎ ম্যাচ পাতানো অথবা স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। কয়েক জন বাজিকর ও ক্রিকেটার তাদের সঙ্গে যোগাযোগও করেছে। দেশের বাইরেও তাদের যোগাযোগ রয়েছে। ” “আমাদের কাছে তথ্য-প্রমাণ আছে যে অপরাধ-জগৎ এর সঙ্গে জড়িত। অবশ্য অপরাধ-জগতের প্রধান দাউদ ইব্রাহিমের দলের কারো বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ পাইনি আমরা।

তবে সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ” গত মাসে আইপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে মুম্বাইয়ের অপরাধ-জগতের জড়িত থাকার তথ্য পাওয়ার ভিত্তিতে সন্দেহভাজনদের ওপর কড়া নজর রাখা শুরু হয়। দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাবের বাজিকর ও আইপিএলে অংশ নেয়া কয়েক জন ক্রিকেটারের স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণও পায় পুলিশ। প্রমাণ হিসাবে ১০০ ঘন্টার অডিও ক্লিপিংস হাতে থাকার কথা জানিয়ে নিরাজ কুমার আরো বলেন, “তিন জন ক্রিকেটারের নাম উন্মোচিত হয়েছে। তাদের একসঙ্গে পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম।

আরো গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ” এই ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসন ভীষণ দুঃখিত। এক বিবৃতিতে তিনি বলেন, “আমি মর্মাহত, বিসিসিআই মর্মাহত। ক্রীড়াঙ্গনে সব সময় এমন দুই-এক জন দুর্নীতিগ্রস্ত মানুষ থাকেই। তবে তারা পুরো ক্রীড়াঙ্গনকে নষ্ট করতে পারে না।

” আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি রমেশ পাওয়ার দোষী প্রমাণিত হলে তিন ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধের দাবি করেছেন। এরই মধ্যে তিন জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিসিসিআই। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রীশান্তের গ্রেপ্তারের ঘটনায় তার রাজ্য কেরালার মানুষ হতবাক। কেরালাবাসী এর পেছনে ষড়যন্ত্র দেখছে। শ্রীশান্তের পরিবার পুলিশের অভিযোগই মানতে নারাজ।

তাদের দাবি, শ্রীশান্তকে ফাঁসানো হয়েছে। একই মত কেরালার ক্রিকেট প্রশাসক অজিত কুমারের। তিনি বলেন, “শ্রীশান্তের মতো কেউ এ কাজ করতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস তাকে ফাঁদে ফেলা হয়েছে। সে জাতীয় দলে ফেরার পথে ছিল।

এই ঘটনার পর তার দলে ফেরা খুব কঠিন হয়ে পড়বে। ” কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব টি সি ম্যাথিউ বলেন, “আমি এই খবর বিশ্বাস করি না। শ্রীশান্ত কক্ষনো এ কাজ করতে পারে না। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।