আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাই দাহন

সন্দেহে আছি সত্য

যারা ধর্ম মানে তারা কিতাব পড়ে মানে না। মানলে তারা অমন কাজ করতো না (???)। ধর্ম পৃথিবীতে একটা না। অনেক অনেক ধর্ম, ছোট ধর্ম বড় ধর্ম, বিলুপ্তপ্রায় ধর্ম। আসলে রাজনীতিই আসল, রাজনীতি মানে ক্ষমতা,ক্ষমতা মানে এককে মেরে অন্যকে রক্ষা করছি বলে প্রচার করা,এতে যাদের রক্ষা করছি বলে দেখাচ্ছি তাদের হাততালি পাওয়া, ভোট পাওয়া- লক্ষ্য এখানেই।

আমাদের দেশে ঘুরেফিরে তাই হয়েছে,হচ্ছে। কখনো গণতন্ত্রের জন্য, কখনো সমরতন্ত্রের পোশাকে। এমনি চলতেছে। আমাদের দেশে অনেক বোমা হামলা হইছে, কোনোটারই খুব বেশি সুরাহা হয় নাই। হইলে ভালো।

রাজনৈতিক দাঙ্গায় যারা মারা গেছেন,তাদের হত্যার বিচার জীবনেও হবে বলে মনে হয় না। সুপরিকল্পিত যেসব হত্যা, তাদের খুনীরা আর যাই হোক কারো সামনে তাদের ইজ্জত হারাবে না, দিব্যি ঘুরে বেড়াবে প্রকাশ্যে। এমনি হয়। কাবিল আবিল থেকে যদি শুরু হয়, তবে খুনখারাবি চলতেই আছে। ফুকো যারে বলছিলেন ক্ষমতার পালাবদল, চলতেই থাকবে।

বাংলাদেশে নির্বাচন পিছায়ে গেছে। বাংলাদেশের মাথায় মাইগ্রেন, কিডনিতে সমস্যা, বুকে শ্বাসকষ্ট। বাংলাদেশ ভালো নাই, তাকে নেশা ভাঙ খেয়ে ঝিম ধরে থাকতে হয়। তার ওপরে আবার তার খুব কাছের বন্ধুটি সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে। বন্ধুর সমস্যা মানে তো নিজেরও সমস্যা কিন্তু ঘটনা ঘটে তার উল্টো।

এইসব ঘটনার পর সবসময়ই বাংলাদেশ সাজে মুসলমান, আর ভারত সাজে হিন্দু। নিরাপত্তার দোহাই দিয়ে চলে হয়রানি। এবারও কি তাই হবে, হতেই পারে। ৯ তারিখ ভারত যাবো,বর্ডারে গেলেই বোঝা যাবে। নিরাপত্তার নাম করে মানুষ মানুষের কাছ থেকে প্রথম যা কেড়ে নেয় তা হলো তার স্বাধীনতা!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।