আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাই ভ্রমন - সাজেশন?

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

আগামী ১৫-১৯ সেপ্টেম্বর আমি আর আমার এক কলিগ মুম্বাই যাবো বলে মনস্থ করেছি। জেট এয়ারওয়েজ এর প্লেনে যাবো। ১৫ তারিখ ৫:৩০টা নাগাদ মুম্বাই পৌঁছবো। ১৯ তারিখ সকাল ৮টায় ঢাকাগামী ফ্লাইট। ২০ তারিখ ঈদ ধরতে চায় কলিগ, সুতরাং এমন বন্দোবস্ত।

কোন যাত্রাই খুব শিডিউল করতে আমার মন চায় না। বেশি শিডিউল করলে আবিষ্কারের যে একটা ইল্যুশন, সেটা ভেঙ্গে যায় - এমন মনে হয়। তার চেয়ে বরং মানুষের সাজেশন নেই। কাজে লাগে ভালই। সামহোয়্যারইনে তাই এ নিয়ে পোস্টই দিয়ে দিলাম।

বলুন না মুম্বাই এর কোথায় গেলে ভাল হবে, কি 'মাস্ট সি'? হাতে সাড়ে তিন দিনের মত সময় আছে। আমার কলিগের একটা উদ্দেশ্য তার বিয়ের শপিং। আমার উদ্দেশ্য শহরটাকে 'ফিল' করা। ভারতের জিডিপির ৪০% আনে একা এই শহর। উৎসুক হয়ে আছি দেখার জন্য।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।