আমাদের কথা খুঁজে নিন

   

গল্পে গল্পে WHAT IS MANAGEMENT??? ঈশপের গল্পের মত মনে রাখুন এই নীতি গুলো



গল্প ১ গভীর জঙ্গল, উঁচু এক গাছের মগডালে বসে ছিল অলস এক ঘুঘু পাখি। ক্লান্ত-শ্রান্ত এক হরিণ শাবক সেই পথ ধরে যাচ্ছিল। অলস ঘুঘুকে দেখে হরিণ শাবক জানতে চাইল, “ ও ঘুঘু ভায়া, সারাদিন কোনো কাজ না করে কি এই ভাবে বসে থাকা যায়?” “হুম, ছোট্ট হরিণ, বসে থাকা যায়। “ বলল ঘুঘু। “আমি কি তোমার মত এখানে সারাদিন কোনো কাজ না করে বসে থাকতে পারি?” জানতে চাইল হরিণ শাবক “সেটা তোমার ইচ্ছা।

বসতে পার তুমি। ” ঘুঘুর উত্তর। আনন্দে লেজ নাড়াতে নাড়াতে বসে পড়ল হরিণ শাবক। সারাদিন কিছু করতে হবে না এই ভেবেই আনন্দিত সে। হঠাৎ করে এক বাঘ এসে ঝাপিয়ে পড়ল হরিণ শাবকের উপর।

মারা গেল হরিণটি। ম্যানেজমেন্টীয় শিক্ষাঃ কোন কাজ না করে সারাদিন বসে থাকতে হলে আপনাকে প্রতিষ্ঠানের অনেক অনেক উপরে উঠতে হবে। গল্প ২ মোরগ আফসোস করে গরুকে বলছে, “ইশ, পাখি প্রজাতি হওয়া সত্ত্বেও আমি ভালো উড়তে পারিনা। খুব ইচ্ছা করে গাছের মগডালে ঘুরে বেড়াতে, ওইখানে বসে থাকতে। পাখায় যদি আরেকটু জোর পেতাম তাহলে ঠিকই উড়তে পারতাম।

” “তুমি তো সারাদিন খুটে খুটে অনেক খাদ্য-অখাদ্য খাও। আমার গোবর খেয়ে দেখতে পার, অনেক পুষ্টিমান আছে এতে। মানুষ তো সবসময় জমিতে এটা ব্যবহার করে। পাখায় জোর পাবে মনে হয়। ” বিজ্ঞের মত জাবর কাটতে কাটতে বলল গরু।

মোরগ ভেবে দেখল বুদ্ধিটা ভালোই। সে গোবর খুটে খুটে খেল এবং শক্তি সঞ্চার করে গাছে উঠে পড়ল। মাটির একটু উপরে উঠে তো মোরগের আর আনন্দ ধরে না। সে খুশিতে কক কক করতে লাগল। সে পথে যাচ্ছিল এক শিকারী।

শিকারী এই সহজ শিকার হাতছাড়া করতে চাইল না, গুলি করে শিকার করে ফেলল সে মোরগটিকে। ম্যানেজমেন্টীয় শিক্ষাঃ প্রতিষ্ঠানে অনেকেই আপনাকে অনেক অদ্ভুত অদ্ভুত বুদ্ধি দেবে, সেখানে হয়ত আপনি সাময়িক লাভবান হবেন কিন্তু তাতে বিপদের সম্ভাবনাই বরং বেশি। গল্প ৩ ভয়ানক শীত, ভালোভাবে উড়তে পারছিলনা ছোট্ট বুলবুলি। ঠান্ডায় জমে যাচ্ছে শরীর, আর না পেরে খোলা মাঠেই বসে পড়ল সে। শরীর আর চলছেনা।

হঠাৎ কোথা থেকে এক গরু এসে বুলবুলির উপর মলত্যাগ করল। গরম গোবরে ভীষণ বিরক্ত হল সে কিন্তু একটু পরেই আরাম আনুভব করল সে। গুনগুন করে গান গাইতে শুরু করল বুলবুলি। বুলবুলি গান শুনে শেয়াল গোবরের মধ্যে খুজে পেল বুলবুলিকে আর খেয়ে ফেলল তাকে। ম্যানেজমেন্টীয় শিক্ষাঃ আপনার বিপদে যে সাময়িক অসুবিধা সৃষ্টি করে সে সবসময় আপনার শত্রু নয়।

বিপদে উদ্ধারকারী হিসেবে যে এগিয়ে আসবে সেও সবসময় আপনার বন্ধু নয়। আর বিপদে চুপ করে থাকাই শ্রেয় না হলে বিপদ আরো বাড়বে। ***সূত্রঃ নেট থেকে নেয়া, আমার নিজের কোন কথা নয়। অনুবাদ আমার নিজের মত করা। ***



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.