আমাদের কথা খুঁজে নিন

   

বুসান (দক্ষিন কোরিয়া) হিউয়েনদে বিচ (১৮+ ছবি পরিবেশনা) সামার ফেস্টিভাল ২০১০

রানিং এন্ড রানিং...

কয়দিন ধরেই মনে মনে ভাবছিলাম, যে এই সামার এ কোন এক বিচ এ ঘুরতে যাব। তো সেই মোতাবেক, বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে যে বিচ তা সিলেক্ট করলাম সেটা দক্ষিন কোরিয়া এর বুসান (এটা কে অনেকে পুসান বলে) সিটি তে, হিউয়েনদে বিচ । বুসান হল দক্ষিন কোরিয়ার ২য় বৃহতম সিটি। সিউল থেকে ৪৫০ কিমি দূরে আর আমার সিটি থেকে প্রায় ৩০০ কিমি দূরে। এই বুসান থেকেই আধুনিক কোরিয়া এর উন্নতি শুরু হয় এদের শিপিং বিজনেস থেকে।

বুসান পোর্ট সারাবিশ্বের অন্যতম বড় , এবং কোরিয়ার সবচেয়ে বড় পোর্ট। যাইহোক, সকালে ঘুম থেকে দেরি করে উঠার জন্য বাস মিস করি, এবং আমাকে পরে ২ ঘন্টা অপেক্ষা করে বাস ধরতে হয়। কোরিয়ার এক্সপ্রেস রাস্তা গুলো দেখার মত, ৪ থেকে ৬ লেন এর সব রাস্তা, কোথাও কোন মোড় নাই, কারন, সব মোড়েই এলিভেটেড রাস্তা করে একটার উপর দিয়ে আর একটা চলে গেছে। যার জন্যই মাত্র সাড়ে ৩ ঘন্টার মধ্যেই বুসান পৌছে যাই, মাঝেখানে একটা ২০ মিনিট এর বিরতি সত্তেও। তো যে বিচ দেখার জন্য বুসান আসা, সেটার কাছা কাছি মোটেল হন্যে হয়ে খুজতে লাগলাম।

কিন্তু কোথাও কোন রুম নাই, তাও যে গুলো পাই, তার দাম চাই অনেক বেশি । এদিকে আমি যে কি এলাকায় চলে আসছি একটু একটু করে টের পেতে শুরু করলাম। চারিদকে সব সল্প বসনা মেয়রা ঘুরা ফেরা করছে, কেউ বিচ থেকে আসতেছে সেই ড্রেস পরা, আবার বা কেউ বা যাচ্ছে বিচে । নাহ, আমি ঠিক করলাম, দাম যাই হোক, এই এলাকা তেই মোটেল ঠিক করব। তাই আমার ধারনার চেয়ে দ্বিগুন এর বেশি দাম দিয়ে একটা রুম নিলাম।

এখন এই বিচ এ তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব বলে মনস্থির করেছি বলে আমার এই প্রয়াস । বেশি লজ্জা পাইলে ছবি গুলো দেখেন না কইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।