আমাদের কথা খুঁজে নিন

   

আবার আটকাইছে!! (বিডিনিউজ২৪: কপি পেস্ট)

ব্লগার অনুপস্থিত আছেন !! (এই ব্লগার বিশেষ কোন দল বা মতের অনুসারী নন..তাই ওনার পোস্টের কোন আগা মাথা নাই!! যখন যা ভাল লাগে তাই তিনি পোস্ট করেন। )

৩০তম বিসিএস: প্রিলিমিনারির ফল প্রকাশ না করার নির্দেশ ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনের ওপর শুনানি না হওয়া পর্যন্ত ওই পরীক্ষার ফল প্রকাশ না করতে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শফিউল ইসলাম মন্ডলসহ ১৯ পরীক্ষার্থী রোববার এই রিট আবেদন দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালত সোমবার রিট আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ করেছে। গত ৩০ জুলাই দেশের ১১০ টি কেন্দ্রে ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রের দুই নম্বর সেটে ১০ থেকে ১৫ টি প্রশ্নে ভুল থাকায় ওই পরীক্ষা বাতিলের দাবিতে রিট আবেদনটি দায়ের করা হয়। রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ১৪০ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ক্যাডার সার্ভিসে নিয়োগের দায়িত্ব পিএসসির। কিন্তু তারা ওই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার শুনানির জন্য সময়ের আবেদন জানান। রিট আবেদনেকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোর্সেদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.